Ind vs Ban Asia Cup : বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ! ভারতের বিরুদ্ধে যে প্লেয়ার রান পায়, তাঁরই অবস্থা খারাপ! চাপ বাড়ছে টাইগারদের উপর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Ban Asia Cup- ভারতের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। নিয়মিত এই অনুশীলনের মাঝেই চোট পেলেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশের অধিনায়ক।
দুবাই : খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আগেই কি না বাংলাদেশের এক নম্বর তারকা চোট পেয়ে বসলেন!
এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে ভারত ও বাংলাদেশ। এমন ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
ভারতের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। নিয়মিত এই অনুশীলনের মাঝেই চোট পেলেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশের অধিনায়ক। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, তেমন গুরুতর কিছু হয়নি। তবে লিটনের চোট ভাবাচ্ছে গোটা দলকে।
advertisement
advertisement
ক্রিকবাজের একটি রিপোর্ট বলছে, অনুশীলনে ব্যাট করার সময় একটি স্কোয়ার কাট শট খেলতে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ই তাঁর পিঠের পেশিতে টান ধরে। এর পর যন্ত্রণায় কাতরাতে শুরু করেন অধিনায়ক। দলের ফিজিও দৌড়ে আসেন নেটে।
সুপার ফোরে নিজেদের পরের ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকালই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন।
advertisement
আরও পড়ুন- ”দাদা আর ইডেন আমার হৃদয়ে থাকবে চিরকাল…’ পুজোর কলকাতায় হাজির হরভজন
এর পর ব্যাটিংয়ের সময় চোট পান লিটন দাস। মাঠেই তখন তাঁকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এর পর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন। তখন তাঁকে বেশ হাসিমুখেই দেখা গেছে। পরে দলের সঙ্গেই মাঠ ছেড়েছেন লিটন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 7:25 PM IST