Harbhajan Singh : ''দাদা আর ইডেন আমার হৃদয়ে থাকবে চিরকাল...' পুজোর কলকাতায় হাজির হরভজন, বাংলার প্রতি জানালেন কৃতজ্ঞতা

Last Updated:

Harbhajan Singh- ভারতের প্রাক্তন ক্রিকেটার ও আপ (আম আদমি পার্টি) সাংসদ হরভজন সিং এদিন আশোকনগরে সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন। ইডেন গার্ডেন্সের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক এবং শহরের প্রতি আবেগপূর্ণ স্মৃতি তাঁকে এই উপলক্ষে আবেগপ্রবণ করে তোলে।

News18
News18
কলকাতা : ভারতের প্রাক্তন ক্রিকেটার ও আপ (আম আদমি পার্টি) সাংসদ হরভজন সিং এদিন আশোকনগরে সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন। ইডেন গার্ডেন্সের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক এবং শহরের প্রতি আবেগপূর্ণ স্মৃতি তাঁকে এই উপলক্ষে আবেগপ্রবণ করে তোলে। বর্ষীয়ান এই স্পিনার nostalgic হয়ে পড়েন এবং দুর্গাপুজোর আনন্দে শামিল হয়ে জনতার ভালবাসা উপভোগ করেন।
“ইডেন আমাকে তৈরি করেছে,” — বললেন হরভজন সিং।
অফ-স্পিনার হরভজন সিং কলকাতার ইডেনের সঙ্গে তাঁর বিশেষ বন্ধনের কথা স্মরণ করেন। এই ঐতিহাসিক স্টেডিয়ামে তিনি সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং মোট ৪৬টি উইকেট নিয়েছেন, যার মধ্যে রয়েছে ছয়টি পাঁচ উইকেটের স্পেল এবং একটি দশ উইকেটের ম্যাচ পারফরম্যান্স। এখনও পর্যন্ত তিনি ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘তিনটে শব্দ’ পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ!
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন হরভজন সিং।  “দাদা আমার দাদা, তিনি সেই একজন ব্যক্তি যিনি আমার কঠিন সময়ে হাত ধরেছিলেন। আমি তাঁকে খুব শ্রদ্ধা করি… আজ আমি তাঁর শহরে আছি, এটাই বিরাট ব্যাপার”, বললেন হরভজন।
advertisement
ইডেন গার্ডেন্সে তাঁর স্মরণীয় স্পেলগুলোর জন্য যিনি আজও ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছেন, সেই হরভজন সিং কলকাতা ও এখানকার মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তিনি চিরকাল এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ককে স্মরণ করে রাখবেন।
“এটা আমার শহর, কারণ কলকাতা আমায় তৈরি করেছে,” — বলেন তিনি। ভাজ্জি আরও বলেন, “আমি মা দুর্গাকে ধন্যবাদ জানাই যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি… যখনই কলকাতায় আসি, প্রচুর ভালবাসা পাই। আমি প্রার্থনা করি মা দুর্গা যেন সকলের ওপর আশীর্বাদ বর্ষণ করেন এবং সবাই যেন সুখে ও সুস্থ থাকে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Harbhajan Singh : ''দাদা আর ইডেন আমার হৃদয়ে থাকবে চিরকাল...' পুজোর কলকাতায় হাজির হরভজন, বাংলার প্রতি জানালেন কৃতজ্ঞতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement