Abhishek Sharma : 'তিনটে শব্দ' পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ! একেই বলে 'জবাব'

Last Updated:

Abhishek Sharma vs Pakistan- এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস।

News18
News18
কলকাতা : এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস।
এদিন ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অভিষেক প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন। আব্রার আহমেদের বলে দ্বিতীয় ছক্কাটি মারেন অভিষেক। এই ছক্কাটিই অভিষেকের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম ছক্কা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলির বিরুদ্ধে সবথেকে কম বলে ৫০টি ছয় মারার রেকর্ড নিজের নামে করলেন অভিষেক। ৩৩১ বলে এই নজির গড়লেন অভিষেক। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের দখলে, যিনি ৩৬৬ বলে ৫০ ছক্কা মেরেছিলেন।
advertisement
advertisement
অভিষেক এই ম্যাচে ৩৯ বলে ৭৪ এবং গিল ২৮ বলে ৪৭ রান করেন। ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচে অভিষেক ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান। গিলের সঙ্গে প্রথম উইকেটে মাত্র ৯.৫ ওভারে ১০৫ রানের জুটি গড়েন। গিলও নিজের ইনিংসে ৮টি চার মারেন।
এর পর শুরু হয় মাঠের বাইরের লড়াই। ভারতের তরুণ ক্রিকেটাররা চোখে চোখ রেখে জবাব দিতে জানেন। তা সে মাঠে হোক বা মাঠের বাইরে। ম্যাচ শেষে চার শব্দের সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া বার্তা দিলেন অভিষেক শর্মা। নিজের এক্স হ্যান্ডলে তিনি ম্যাচের ছবি পোস্ট করে লেখেন, ‘ইউ টক, উই উইন’ ( তোমরা কথা বেশি বলো, আমরা জিতি)।
advertisement
আরও পড়ুন- ‘গালি দিচ্ছিল পাকিস্তান…’! মাঠেই ‘যুদ্ধ’ অভিষেক-রউফের! যোগ্য জবাব ভারতীয় ওপেনারের
আরেক ওপেনার শুভমান গিলও কড়া ভাষায় জবাব দেন পাকিস্তানিদের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘গেম স্পিকস, নট ওয়ার্ডস’ (ম্যাচে পারফরম্যান্সই আসল কথা, মুখের কথায় কিছুই হয় না)।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Sharma : 'তিনটে শব্দ' পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ! একেই বলে 'জবাব'
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement