Sourav-Dona Video: সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! দেখুন

Last Updated:

Sourav Ganguly-Dona Ganguly Dance Video at Kolkata International Film Festival 2023: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ডোনার নাচ, নাচতে দেখা গেল সৌরভকেও!

কলকাতা: শুরু হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যেন ছিল চাঁদের হাট৷ সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা সকলে উপস্থিত ছিলেন৷ এছাড়া ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব তারকারা৷ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ তিনি বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসডর৷ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে নাচলেনও তিনি!
আজ, মঙ্গলবার, থেকে শুরু হল এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর প্রথমদিনই বড় চমক। শুরুতে ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা৷ দিক্ষামঞ্জরীর এই নৃত্য পরিবেশনা সকলের খুব পছন্দ হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভও৷ ফলে স্বামীর সামনেই নাচলেন ডোনা৷
advertisement
advertisement
বিকেল চারটের সময় নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। এমনিতে সৌরভ খুব একটা সময় পান না ডোনার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার। তাই আজ সৌরভ উপস্থিত থাকার ফলে মন ভাল ডোনার।কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা করলেন দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। সেই পরিবেশনা নিয়ে প্রথম থেকেই উত্তেজিত ছিলেন ডোনা।
advertisement
আরও পড়ুন Mumtaz-Asha Bhosle Dance: বয়স্ক মুমতাজকে দেখে চেনা দায়! এই বয়সেও আশা ভোঁসলের সঙ্গে চরম নাচ, মারাত্মক ভাইরাল ভিডিও
আজ ছিল অন্য ট্যুইস্ট! সম্ভবত সৌরভের নাচও দেখলেন ডোনা৷ কারণ মঞ্চে নাচলেন বাংলার দাদা!প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ঠ অতিথিরা৷ সেখানে ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভও৷ এরপরই বেজে ওঠে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং৷ এই থিম সং-টি গেয়েছেন অরিজিৎ সিং৷ বিনামূল্যে এই গান তিনি গেয়েছেন৷ এই গানটি শুরু হতেই একে একে শরীর দোলাতে থাকেন মঞ্চে উপস্থিত সকলে৷ সেখানে যেমন ছিলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, তেমনই ছিলেন সৌরভও৷ ফলে সকলের সঙ্গে হালকা পা মেলান সৌরভও৷
advertisement
অর্থাৎ এদিনের অনুষ্ঠানে ডোনার নাচ যেমন সকলে দেখলেন, তেমনই অতিথিদের সঙ্গে সৌরভের নাচও দেখা গেল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav-Dona Video: সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! দেখুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement