Mumtaz-Asha Bhosle Dance: বয়স্ক মুমতাজকে দেখে চেনা দায়! এই বয়সেও আশা ভোঁসলের সঙ্গে চরম নাচ, মারাত্মক ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mumtaz-Asha Bhosle Dance Viral Video: ১৯৭৩ সালে লোফার ছবিতে এই গানটি খুবই জনপ্রিয়৷ ছবিতে এই গানটিতে নেচেছিলেন মুমতাজ৷ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। ৫০ বছর পর, দুই তারকাকে আবার একই গানে একসঙ্গে নাচতে দেখা গেল!যা ভক্তদের কাছে খুবই দুর্লব মুহুর্ত৷
মুম্বই: বয়স হলেও খামতি নেই উচ্ছ্বাসে৷ ৭০-র দশকের বক্স অফিস কাঁপানো নায়িকা মুমতাজের নাচ এখনও ভাইরাল হয় নিমেষে৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রবীণ গায়িকা আশা ভোঁসলে৷
দুই প্রবীণ তারকাকে একসঙ্গে নাচতে দেখে উৎসাহী ভক্তরাও৷ তাঁদের এই নাচ বহু মানুষকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন। শুধু নতুন প্রজন্ম নয়, আগের প্রজন্ম, অর্থাৎ যাঁরা নিয়মিত সিনেমায় মুমতাজকে দেখতেন, তারাও এই ভিডিও দেখে মজা পেয়েছেন৷
আরও পড়ুন Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে! বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন
লোফার ছবির ‘কোই শাহরি বাবু’ গানটিতে আশা ভোঁসলে এবং অভিনেত্রী মুমতাজ নাচের ভাইরাল৷ আশার গানে মমতাজের নাচ তখনও অসাধারণ ছিল, এখনও সেই নাচের স্টেপে খুব বেশি কিছু পরিবর্তন দেখছেন না সিনেমাপ্রেমীরা৷ সকলে বলছেন যেন মনে হচ্ছে না গত পাঁচ দশকে তাঁদের স্টাইলে কোনও পরিবর্তন এসেছে! সময়টাই শুধু বদলেছে, বদলায়নি মুমতাজ-আশার কেমিস্ট্রি!
advertisement
advertisement
১৯৭৩ সালে লোফার ছবিতে এই গানটি খুবই জনপ্রিয়৷ ছবিতে এই গানটিতে নেচেছিলেন মুমতাজ৷ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। ৫০ বছর পর, দুই তারকাকে আবার একই গানে একসঙ্গে নাচতে দেখা গেল!যা ভক্তদের কাছে খুবই দুর্লব মুহুর্ত৷ ভিডিওতে দেখে গিয়েছে যে আশা ভোঁসলে মুমতাজকে প্রথমে নাচের জন্য বলছেন এবং তাঁকে নাচের স্টেপগুলো মনে করিয়ে দিচ্ছেন৷ এরপরই পুরনো স্টাইলে নাচেন মমতাজ। ভিডিওতে আশা ভোঁসলেকে একটি অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন, আর মুমতাজ একটি কালো রঙের স্যুট পরেছিলেন। অভিনেত্রী মুমতাজের চেহারায় অনেকটা বদল এসেছে৷ ৭০-র সেই সুন্দরী তন্বীর মুখ অনেকটা ফুলেছেন, বদলে গিয়েছে চেহারা৷ তবে এখনও তিনি খুবই সাবলীল এবং আত্মবিশ্বাসী৷ তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে সেটা বোঝা যায়৷
advertisement
advertisement
আশা-মুমতাজের এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এসেছে অনেক কমেন্ট৷ বলিউডের এই দুই মহান তারকার প্রশংসা করেছেন বহু মানুষ৷ অনেকেই মুমতাজের নাচের স্টাইলের প্রশংসা করেছেন৷ বিশেষ করে দুই তারকার অনেক বয়স হয়েছে৷ তবে বয়সকে তুরি মেরে উড়িয়ে যে এভাবে তাঁরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে রয়েছেন, তারই প্রশংসা করছেন সকলে৷
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 1:26 PM IST