Mumtaz-Asha Bhosle Dance: বয়স্ক মুমতাজকে দেখে চেনা দায়! এই বয়সেও আশা ভোঁসলের সঙ্গে চরম নাচ, মারাত্মক ভাইরাল ভিডিও

Last Updated:

Mumtaz-Asha Bhosle Dance Viral Video: ১৯৭৩ সালে লোফার ছবিতে এই গানটি খুবই জনপ্রিয়৷ ছবিতে এই গানটিতে নেচেছিলেন মুমতাজ৷ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। ৫০ বছর পর, দুই তারকাকে আবার একই গানে একসঙ্গে নাচতে দেখা গেল!যা ভক্তদের কাছে খুবই দুর্লব মুহুর্ত৷

মুম্বই: বয়স হলেও খামতি নেই উচ্ছ্বাসে৷ ৭০-র দশকের বক্স অফিস কাঁপানো নায়িকা মুমতাজের নাচ এখনও ভাইরাল হয় নিমেষে৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রবীণ গায়িকা আশা ভোঁসলে৷
দুই প্রবীণ তারকাকে একসঙ্গে নাচতে দেখে উৎসাহী ভক্তরাও৷ তাঁদের এই নাচ বহু মানুষকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন। শুধু নতুন প্রজন্ম নয়, আগের প্রজন্ম, অর্থাৎ যাঁরা নিয়মিত সিনেমায় মুমতাজকে দেখতেন, তারাও এই ভিডিও দেখে মজা পেয়েছেন৷
আরও পড়ুন Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে! বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন
লোফার ছবির ‘কোই শাহরি বাবু’ গানটিতে আশা ভোঁসলে এবং অভিনেত্রী মুমতাজ নাচের ভাইরাল৷ আশার গানে মমতাজের নাচ তখনও অসাধারণ ছিল, এখনও সেই নাচের স্টেপে খুব বেশি কিছু পরিবর্তন দেখছেন না সিনেমাপ্রেমীরা৷ সকলে বলছেন যেন মনে হচ্ছে না গত পাঁচ দশকে তাঁদের স্টাইলে কোনও পরিবর্তন এসেছে! সময়টাই শুধু বদলেছে, বদলায়নি মুমতাজ-আশার কেমিস্ট্রি!
advertisement
advertisement
১৯৭৩ সালে লোফার ছবিতে এই গানটি খুবই জনপ্রিয়৷ ছবিতে এই গানটিতে নেচেছিলেন মুমতাজ৷ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। ৫০ বছর পর, দুই তারকাকে আবার একই গানে একসঙ্গে নাচতে দেখা গেল!যা ভক্তদের কাছে খুবই দুর্লব মুহুর্ত৷ ভিডিওতে দেখে গিয়েছে যে আশা ভোঁসলে মুমতাজকে প্রথমে নাচের জন্য বলছেন এবং তাঁকে নাচের স্টেপগুলো মনে করিয়ে দিচ্ছেন৷ এরপরই পুরনো স্টাইলে নাচেন মমতাজ। ভিডিওতে আশা ভোঁসলেকে একটি অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন, আর মুমতাজ একটি কালো রঙের স্যুট পরেছিলেন। অভিনেত্রী মুমতাজের চেহারায় অনেকটা বদল এসেছে৷ ৭০-র সেই সুন্দরী তন্বীর মুখ অনেকটা ফুলেছেন, বদলে গিয়েছে চেহারা৷ তবে এখনও তিনি খুবই সাবলীল এবং আত্মবিশ্বাসী৷ তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে সেটা বোঝা যায়৷
advertisement
advertisement
আশা-মুমতাজের এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এসেছে অনেক কমেন্ট৷ বলিউডের এই দুই মহান তারকার প্রশংসা করেছেন বহু মানুষ৷ অনেকেই মুমতাজের নাচের স্টাইলের প্রশংসা করেছেন৷ বিশেষ করে দুই তারকার অনেক বয়স হয়েছে৷ তবে বয়সকে তুরি মেরে উড়িয়ে যে এভাবে তাঁরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে রয়েছেন, তারই প্রশংসা করছেন সকলে৷
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mumtaz-Asha Bhosle Dance: বয়স্ক মুমতাজকে দেখে চেনা দায়! এই বয়সেও আশা ভোঁসলের সঙ্গে চরম নাচ, মারাত্মক ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement