Karan Johan Mental Health: মানসিক সমস্যায় ভুগছেন করণ জোহর, নিয়মিত ওষুধ খাচ্ছেন!

Last Updated:

Karan Johar Mental Health Problem: করণ জোহরকে নিয়ে নিন্দার শেষ নেই, তিনি যে anxiety-র শিকার, নিয়মিত ওষুধ নেন তার খোঁজ কে রাখেন!

মুম্বই: করণ জোহর, বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক৷ প্রচুর ভাল ভাল ছবি উপহার দেওয়ার পরও তিনি সর্বদা থাকেন বিতর্কে৷ সৌজন্য তারকা সন্তানদের নিয়ে তাঁর বাড়বাড়ন্ত৷ নেপটিজিম নিয়ে তাঁকে অনেক কথা শুনতে হয়েছে৷ তবে করণ জোহর নিজেও অসুস্থ৷ তিনি মানসিক সমস্যার শিকার৷ নিয়মিত ওষুধ খেতে হয় তাঁকে৷ এভাবেই তিনি সুস্থ রয়েছেন৷ মারাত্মক anxiety-তে ভুগছেন তিনি৷
৫০ বছরে বয়স তাঁর৷ কাজের চাপ ও নানাবিধ সমস্যায় জড়জড়িত করণ৷ নিজেই সেকথা বলেছেন৷ নিজের মানসিক সমস্যা গোপন না করে, তা নিয়ে মুখ খুলেছনে এবং তিনি মনে করেন যে জনপ্রিয় চরিত্র বা পাবলিক ফিগার যাঁরা রয়েছেন, তাঁরা আরও বেশি করে এই নিয়ে কথা বললে সমাজে মানসিক সমস্যা নিয়ে মানুষের ছুৎমার্গ কাটবে৷
advertisement
advertisement
কফি উইথ করণ অনুষ্ঠানের প্রথম পর্বে দীপিকা-রণবীর সিং-এর সামনে কারণ জানিয়ে দেন যে মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ নিতা মুকেশ আম্বানি কালচারল সেন্টারে উদ্বোধনের দিন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন৷ ঘাম ঝরতে থাকে হঠাৎ করে৷ এমন অবস্থা হয় যে তাঁকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়৷ কোনও কোনও সময় বিশেষভাবে উত্তেজিত হয়ে পড়েন রকি ওউর রানির পরিচালক৷ চিকিৎসা বিজ্ঞানে একেই anxiety বলে৷ এই মানসিক রোগের শিকার করণ৷ অনেকদিন ধরেই ভুগছেন৷ এই নিয়ে জনসমক্ষে বলে কোনও দ্বিধা নেই তাঁর৷
advertisement
এক সময় দীপিকাও ডিপ্রেশনে ভুগতেন৷ তাঁরও চিকিৎসা হয়েছিল৷ সকলের সঙ্গে সে কথা ভাগ করে নিয়েছিলেন নায়িকা৷ শুধু সকলের সঙ্গে এই নিয়ে কথা বলা নয়, নিজে একটি সংস্থা তৈরি করেছেন যেখানে মানসিক রোগীদের সুস্থতার উপর জোর দেওয়া হয়৷ সংস্থার নাম লিভ-লাভ-লাইফ৷ খ্যাতির চূড়ায় থেকেও যে নিজের মানসিক স্বাস্থ্যের কথা সকলকে বলেছেন দীপিকা, সে জন্য করণ তাঁকে ধন্যবাদ জানান৷
advertisement
আরও পড়ুন  Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে! বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন
শারীরিক সমস্যা যেমন অনেক রকমের তেমনই মানসিক সমস্যাও রয়েছে হাজার রকমের৷ যখন তখন যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে৷ তবে মানসিক রোগ নিয়ে সামাজিক ছুৎমার্গ রয়েছে এখনও৷ ফলে অনেকেই এই রোগের কথা স্বীকার করতে চান না৷ নিজে কষ্ট পান৷ তাই করণ জোহর মনে করেন যে তারকারা এই নিয়ে মুখ খুললে আখেড়ে সমাজের উপকার৷ যেহেতু তারকাদের জনপ্রিয়তা তুমুল, তাই তাঁরা সহজেই মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারেন৷ ফলে সাধারণ মানুষও মানসিক রোগের বিষয় ওয়াকিবহাল হতে পারেন৷
advertisement
advertisement
এই কারণে করণ নিজের কথাও লুকিয়ে না রেখে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johan Mental Health: মানসিক সমস্যায় ভুগছেন করণ জোহর, নিয়মিত ওষুধ খাচ্ছেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement