শুভমন গিল কৃতজ্ঞ যুবরাজের কাছে, `বড় ভাই এবং মেন্টর' বলে দিলেন যোগ্য সম্মান !
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Shubman Gill grateful to Yuvraj Singh for help in his initial period and calls him big brother and mentor. শুভমন গিল কৃতজ্ঞ যুবরাজের কাছে, বড় ভাই এবং মেন্টর বলে দিলেন যোগ্য সম্মান !
#হায়দরাবাদ: দ্বিশতরানের স্টেশনে পৌঁছন ১৪৫ বলে। উল্টোদিকে একের পর এক উইকেট পড়লেও আগ্রাসনের রাস্তা থেকে সরে দাঁড়াননি শুভমান গিল। বরং টিম ম্যানেজমেন্টের নির্দেশ অনুসারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। ২০৮ রানের রাজকীয় ইনিংস খেলে যখন ফিরছেন, তখন ইনিংসে আর মাত্র চারটি বল বাকি!
কেরিয়ারের প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরির ইনিংস কার্যত বিশ্বকাপে তাঁর রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামাতেও সিলমোহর দিল। ঈশান কিষানকে বাইরে রেখে তাঁর ওপেনিংয়ে নামা নিয়ে চর্চা চলছিল নানা মহলে। কারণ, কিছুদিন আগে দ্রুততম দ্বিশতরান করেছিলেন ঈশান। বুধবার নিজামের শহরে গিল অবশ্য বুঝিয়ে দিলেন যে তিনিও কম যান না!
advertisement
advertisement
২৩ বছর বয়সি সেজন্যই বলেছেন, আমার কাছে এই ইনিংসের বিশাল গুরুত্ব। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে বড় রানের সুযোগ হারিয়েছিলাম। ওই দুই ম্যাচে লম্বা ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। কিউয়িদের বিরুদ্ধে তাই সেট হওয়ার পর ফোকাস ছিল একটাই, যতটা সম্ভব বেশি রান করতে হবে।
advertisement
পরপর তিনটি ছয় মেরে দুশোর গণ্ডি পার করেন গিল। পুরুষদের একদিনের ম্যাচে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। যা আসে ২৩ বছর ১৩২ দিনে। পাশাপাশি, এই ঘরানায় হাজার রানও হয়ে গেল তাঁর। ক্রিকেট মহলের নজর কেড়েছে তাঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা। গিলের কথায়, হাত খুলে মারার জন্য ছটফট করছিলাম। কিন্তু নিয়মিত উইকেট পড়ছিল।
advertisement
ড্রেসিং-রুমের নির্দেশ ছিল, শেষ পর্যন্ত টিকে থাকার। তাই মাঝেমধ্যে সতর্কতার সঙ্গে ব্যাট করেছি। ঠিক করেছিলাম শেষ পাঁচ ওভার চালিয়ে খেলব। কিন্তু ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ায় আরও দু’ওভার ঝুঁকি না নেওয়ার বার্তা পেয়েছিলাম। শেষ তিন ওভারে তাই বড় শট নিয়েছি।
200 in a one day game !! At such a young age incredible ✊✊✊ unbelievable!! A very proud day for me and shubmans dad !!!congratulations @ShubmanGill the whole country is proud of you 👏 🇮🇳 #NZvsIND
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 18, 2023
advertisement
অন্তিম ১১ বলে তাঁর মারা ছয়টি ছক্কাতেই তা প্রতিফলিত।বাবা লখিন্দর সিং ও মেন্টর যুবরাজ সিংকে কৃতিত্ব দিয়েছেন গিল। তাঁর মতে, যুবি পাজি আমার মেন্টর। বড় ভাইয়ের মতো। ব্যাটিং নিয়ে সবসময় কথা হয় ওঁর সঙ্গে। আর শুরুতে বাবা ছিলেন আমার কোচ। এই দু’জনকে গর্বিত করতে পেরে আমি তৃপ্ত। শুভমন গিল মনে করেন যুবরাজের পরামর্শ তাকে সব সময় আলাদা আত্মবিশ্বাস দিয়েছে। আগ্রাসী থাকতে সাহায্য করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 2:05 PM IST








