ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন বিরাট কোহলি! অস্ট্রেলিয়া সিরিজের আগে নতুন ভাবনায় তারকা ব্যাটসম্যান
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Ravi Shastri wants Virat Kohli to play domestic Cricket before Australia. ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন বিরাট কোহলি! অস্ট্রেলিয়া সিরিজের আগে নতুন ভাবনায় তারকা ব্যাটসম্যান
#মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত একদিনের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচ তারা জিতেছে অনেক কষ্ট করে। স্কোরবোর্ডে বড় রান তুলেও জিততে হয়েছে মাত্র ১২ রানে। আসলে বিভিন্ন দলের সঙ্গে একদিনের সিরিজ খেলে বছরের শেষে হতে চলা বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারত। কিন্তু ফেব্রুয়ারি মাসে টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে গেলে এই টেস্ট সিরিজ জিততে হবে ভারতকে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতকে ভাল পারফর্মেন্স তুলে ধরতে হলে বিরাট কোহলির রান পাওয়াটা অত্যন্ত জরুরি হতে চলেছে। শোনা যাচ্ছে, দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজ নাও খেলতে পারেন কোহলি।
আরও পড়ুন - রাহুল দ্রাবিড়ের ছেলের অনন্য কীর্তি, রাজ্য দলের অধিনায়ক এবং উইকেট কিপিং করবেন
তিনি দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন। রবি শাস্ত্রী মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির অবশ্যই রঞ্জি খেলা উচিত। তাহলে চার দিনের ম্যাচের ধকল যেমন নিতে পারবে শরীর, তেমনই আবার টেস্ট ক্রিকেটের মানসিকতায় নিজেকে নিয়ে যেতে পারবেন তিনি। অতীতে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়া সিরিজের আগে এমনটাই করেছিলেন।
advertisement
advertisement
#OnThisDay in 2016 - 𝟮𝟱𝘁𝗵 𝗢𝗗𝗜 𝗰𝗲𝗻𝘁𝘂𝗿𝘆 𝗳𝗼𝗿 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶 as he anchored the chase with a brilliant 1️⃣0️⃣6️⃣(92) vs 🇦🇺 in Canberra. 🙌#PlayBold #TeamIndia @imVkohli pic.twitter.com/iyAPfY1it4
— Royal Challengers Bangalore (@RCBTweets) January 20, 2023
ফল পেয়েছিলেন হাতেনাতে। বিরাট সেটা করলে ভালই হবে মনে করেন রবি। তবে বিরাট কোহলি নিজের মুখে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলার কথা উল্লেখ করেননি। কিন্তু এমন একটা ভাবনা তার মনের মধ্যে রয়েছে অস্বীকার করার জায়গা নেই। রবি শাস্ত্রীর পরামর্শ বরাবর মন দিয়ে শোনেন কোহলি।
advertisement
অধিনায়ক হিসেবে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কাজ করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। বিরাট বরাবর স্বীকার করেন তার জীবনের রবি শাস্ত্রীর অবদান অনেকটা। তাই অস্ট্রেলিয়া সিরিজ হওয়ার আগে বিরাট কোহলি ভারতের ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন এমন সম্ভাবনা বেশ ভাল।
উল্লেখ্য দীর্ঘদিন খারাপ সময় কাটিয়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সম্প্রতি ভারতের জার্সিতে লঙ্কার বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করেন বিরাট। সাদা বলের ক্রিকেট ছেড়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের টেস্ট ক্রিকেটে আবার মন দিতে চান কিং কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 1:17 PM IST










