এক বল খেলেই বাজিমাত! একেই বলে ফিনিশার লাক! রিঙ্কু সিং নাম লেখালেন ইতিহাসের পাতায়

Last Updated:

India vs Pakistan Asia Cup 2025 Final: দুবাইতে এশিয়া কাপ ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে চার মেরে ম্যাচ জেতান রিঙ্কু সিং।

News18
News18
দুবাইতে এশিয়া কাপ ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায় যেখানে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। তিলক বর্মার একটি ছয় মারার পর ৩ বলে ১ রান প্রয়োজন ছিল। সেই সময় স্ট্রাইকে ছিলেন রিঙ্কু সিং। প্রতিযোগিতায় নিজের প্রথম খেলা বলেই ৪ মেরে ম্যাচ ফিনিশ করেন কেকেআর তারকা।
একেই বলে উইনিং লাক।রিঙ্কু সিং, যিনি পুরো টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলেননি। হার্দিক পান্ডিয়া চোটের কারণে না খেলায় ফাইনালে সুযোগ পান রিঙ্কু। শেষ মুহূর্তে ক্রিজে নেমে প্রথম বলেই চারের মার মেরে ম্যাচ শেষ করেন। রিঙ্কুর এই অসাধারণ ফিনিশিং মুহূর্তের পরই সেলিব্রেশনে মাতে পুরো ভারতীয় ক্রিকেট দল গোটা দেশ।
ম্যাচ শেষে রিঙ্কু সিং বলেন, “আর কিছু গুরুত্বপূর্ণ না। এই এক বলটাই ম্যাটার করে। এক রান দরকার ছিল। আমি চার মেরে দিলাম। সবাই জানে আমি একজন ফিনিশার। দল জিতেছে, আমি খুব খুশি।” এর আগেও কেকেআর ও ভারতীয় দলের হয়ে ম্যাচ ফিনিশ করেছেন রিঙ্কু। তবে এশিয়া কাপের ফাইনাল ও পাকিস্তানের বিরুদ্ধে নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
advertisement
advertisement
প্রসঙ্গত, মেগা ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। একটি সময় ১১৩ রানে ১ উইকেট ছিল পাকিস্তানের স্কোর। সেখান ধস নামে পাক ব্যাটিং লাইনে। সৌজন্য ভারতের স্পিনারদের দুরন্ত বোলিং। কুলদীপ যাদবের ৪ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুতে ৩টি উইকেট পড়ে গিয়েছিল ভারতের। চাপের মুহূর্তে সঞ্জু স্যামসন ও তিলক বর্মার ৫৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। সঞ্জু ২৪ রান করে আউট হলেও তিলক বর্মা দলকে টানেন। শিবম দুবের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। দুবে ৩৩ রান করে আউট হন। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। তিলক বর্মা ৬ মেরে ভারতের জয় নিশ্চিত করেন। ও রিঙ্কু সিং চার মেরে ম্যাচ জেতান। তিলক ৫৩ বলে ৬৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক বল খেলেই বাজিমাত! একেই বলে ফিনিশার লাক! রিঙ্কু সিং নাম লেখালেন ইতিহাসের পাতায়
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement