'এবার খেলার মাঠে অপারেশন সিঁদুর...'! পাকিস্তানকে চরম কটাক্ষ! ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi Congratulates Indian Team Taunts Pakistan After Asia Cup 2025 Win: ফাইনালে কুলদীপ যাদবের স্পিনের ছোঁবল ও তিলক বর্মার অনবদ্য ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় পাকিস্তান। ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতকে জয়ের প শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুবাই: এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। ফাইনালে কুলদীপ যাদবের স্পিনের ছোঁবল ও তিলক বর্মার অনবদ্য ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় পাকিস্তান। ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পর সূর্যকুমার যাদবের দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জয়কে অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের এশিয়া কাপের চূড়ান্ত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে কটাক্ষও করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই এক – ভারতের জয়! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।” এই বার্তার মাধ্যমে মোদী ভারতীয় দলের জয়কে প্রশংসা করার পাশাপাশি কৌশলে পাকিস্তানকেও কটাক্ষ করেছেন।
advertisement
#OperationSindoor on the games field.
Outcome is the same – India wins!
Congrats to our cricketers.
— Narendra Modi (@narendramodi) September 28, 2025
advertisement
প্রসঙ্গত, মেগা ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। একটি সময় ১১৩ রানে ১ উইকেট ছিল পাকিস্তানের স্কোর। সেখান ধস নামে পাক ব্যাটিং লাইনে। সৌজন্য ভারতের স্পিনারদের দুরন্ত বোলিং। কুলদীপ যাদবের ৪ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুতে ৩টি উইকেট পড়ে গিয়েছিল ভারতের। চাপের মুহূর্তে সঞ্জু স্যামসন ও তিলক বর্মার ৫৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। সঞ্জু ২৪ রান করে আউট হলেও তিলক বর্মা দলকে টানেন। শিবম দুবের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। দুবে ৩৩ রান করে আউট হন। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। তিলক বর্মা ৬ মেরে ভারতের জয় নিশ্চিত করেন। ও রিঙ্কু সিং চার মেরে ম্যাচ জেতান। তিলক ৫৩ বলে ৬৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2025 1:03 AM IST