Rinku Singh : খুবলে এক কেজি মাংস তুলে নিয়েছে বাঁদর! ভয়ঙ্কর ঘটনা রিঙ্কু সিংয়ের সঙ্গে, কেকেআরের তারকা ক্রিকেটার মারাত্মক সমস্যায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rinku Singh- রাজ শামানির পডকাস্টে রিঙ্কু বলেছেন, কীভাবে ছোটবেলায় বাঁদরের আক্রমণেল তিনি ক্ষতবিক্ষত হন! উত্তর প্রদেশের আলিগড়ে বড় হওয়া রিঙ্কু বলেন, "বৃষ্টির দিন ছিল। একটি বাঁদর আমাকে ভয়ঙ্করভাবে কামড়ে দেয়। সেই সময় আমাদের বাড়িতে শৌচাগার ছিল না, তাই আমরা মাঠে যেতাম।"
কলকাতা : এশিয়া কাপ ২০২৫-এর জন্য নির্বাচিত ভারতীয় দলে রিঙ্কু সিংকে জায়গা দেওয়া হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে একজন সফল ফিনিশার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন রিঙ্কু।
কিছুদন আগে রিঙ্কু তাঁর শৈশবের একটি গল্প শেয়ার করেছেন। ছোটবেলায় একবার একটি বাঁদর তাঁর ওপর আক্রমণ করেছিল, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন বলেও জানান।
রাজ শামানির পডকাস্টে রিঙ্কু বলেছেন, কীভাবে ছোটবেলায় বাঁদরের আক্রমণেল তিনি ক্ষতবিক্ষত হন! উত্তর প্রদেশের আলিগড়ে বড় হওয়া রিঙ্কু বলেন, “বৃষ্টির দিন ছিল। একটি বাঁদর আমাকে ভয়ঙ্করভাবে কামড়ে দেয়। সেই সময় আমাদের বাড়িতে শৌচাগার ছিল না, তাই আমরা মাঠে যেতাম।”
advertisement
advertisement
রিঙ্কু বলেন, “বৃষ্টি ছিল, তাই আমি, আমার ভাই এবং বন্ধু ছাতা নিয়ে যাচ্ছিলাম। আমাদের পিছনে কেউ চিৎকার করে বলল, বাঁদর এসেছে। তার পর বাঁদরটা পিছন থেকে এসে আমাকে ধরে ফেলল। আমি পুরোপুরি আটকে পড়েছিলাম। বাঁদরটা বারবার আমাকে কামড়াচ্ছিল। ও আমার হাত থেকে প্রায় এক কেজি মতো মাংস তুলে নিয়েছিল। আমাকে বাঁচানোর জন্য আশেপাশে বেশি লোক ছিল না। আমার ভাই বাঁদরটার উপর পাথর ছুঁড়ছিল। কিন্তু বাঁদরটা আমাকে ছাড়ছিল না। খুব খারাপভাবে কামড়েছিল।”
advertisement
রিঙ্কু সিং আরও বলন, “বৃষ্টি হচ্ছিল খুব, তার পর আমি সেখান থেকে পালালাম। রক্ত পড়ছিল এবং হাড় দেখা যাচ্ছিল। তার পর আমরা একটা ক্লিনিকে গেলাম। যখন ওরা ড্রেসিং করছিল, তখন আমার পরিবার আমার সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিল। পরিবারের কেউ জানত না, আমি বাঁচব কিনা, কারণ অনেকটা রক্ত বেরিয়ে গেছিল।”
আরও পড়ুন- সৌরভ আবার প্রশাসক! পুজোর আগেই ‘সিংহাসনে মহারাজ’, ২২ সেপ্টেম্বর দাদার জীবনে ‘বড় দিন’
এশিয়া কাপের জন্য ভারতীয় দল-
advertisement
অভিষেক শর্মা, শুভমন গিল, সুর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, হর্ষিত রানা, রিঙ্কু সিং, আরশদীপ সিং।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 12:59 PM IST