Sourav Ganguly: সৌরভ আবার প্রশাসক! পুজোর আগেই 'সিংহাসনে মহারাজ', ২২ সেপ্টেম্বর দাদার জীবনে বিরাট পরিবর্তন

Last Updated:

Sourav Ganguly- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হচ্ছেন সৌরভ। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ স্কুটিনি।

News18
News18
কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হচ্ছেন সৌরভ। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ স্কুটিনি। ১৪ তারিখ যদি আর কেউ নমিনেশন না দেয় তাহলেই স্পষ্টত সৌরভ সভাপতি। ঘোষণা ২২ সেপ্টেম্বর।
সম্ভাব্য বাকি সদস্য হিসেবে সৌরভের সঙ্গী হচ্ছেন বন্ধু সঞ্জয় দাস। সচিব অথবা যুগ্ম সচিব পদে বসবেন সঞ্জয়। সঞ্জয় যুগ্ম সচিব হলে সেক্ষেত্রে সচিব কে হবেন, তা নিয়ে থাকবে বড় প্রশ্ন। আলোচনায় রয়েছেন কালীঘাট ক্রিকেট ক্লাবের কর্তা বাবলু কোলে।
সহ-সভাপতির পদে নাম রয়েছে অনু দত্ত অথবা প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষের। কোষাধক্ষ পদে বসতে চলেছেন সম্ভবত বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা। অভিষেক ডালমিয়া শিবিরকে সৌরভের বিরোধী শিবির হিসেবে ধরা হলেও তাঁদের তরফ থেকে কোনও মনোনয়ন দেওয়া হচ্ছে না বলেই খবর।
advertisement
advertisement
আরও পড়ুন- হাসপাতালে রোহিত শর্মা, মাঝরাতে কী হল ভারতীয় ক্যাপ্টেনের! ওজন কমিয়ে বাড়ল বিপদ!
বর্তমান শাসকগোষ্ঠীর একাধিক কাজকর্ম নিয়ে অভিষেক ডালমিয়ার অভিযোগ থাকলেও প্রকাশ্যে তা তিনি এখনও বলেননি। তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর সৌরভের বিরোধিতা অভিষেক ডালমিয়ার পক্ষ থেকে করা হবে না। ময়দানে বেসরকারিভাবে প্রায় সবাই জানেন, আসন্ন সিএবি নির্বাচনে দু’টি পক্ষ। একটা সৌরভ-শিবির। আরেকটা অভিষেক-শিবির। তবে প্রকাশ্যে কোনও দ্বন্দ্ব নেই দুই শিবিরের।
advertisement
এরই মধ্যে সিএবি নির্বাচনকে ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বরূপ দে-র ‘কাছাকাছি’ আসা নিয়ে সরগরম ময়দান। একটা সময় সৌরভের বিরোধী বলে ময়দানে পরিচিত ছিলেন বিশ্বরূপ। তবে বর্তমানে সেই তিনিই সৌরভের পক্ষে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভ আবার প্রশাসক! পুজোর আগেই 'সিংহাসনে মহারাজ', ২২ সেপ্টেম্বর দাদার জীবনে বিরাট পরিবর্তন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement