নয়াদিল্লি: চলতি টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হার ৷ বিশ্বকাপ থেকে প্রায় বিদায়ের পথে ভারত ৷ দু’টো ম্যাচেই একপেশে ভাবে হেরেছে কোহলি ব্রিগেড ৷ সাম্প্রতিক কালে টিম ইন্ডিয়ার (Team India) এত খারাপ পারফরম্যান্স কেউ মনেই করে উঠতে পারছেন না ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারেই মুষড়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকরা ৷ তারপর কিউয়ি-দের বিরুদ্ধে হারের পর বিরাটদের খেলার সমালোচনায় গোটা দেশ ৷ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা ৷ প্রত্যেকেরই একটাই বক্তব্য, ‘‘ এবার বাড়ি চলে এসো তোমরা (টিম ইন্ডিয়া), অনেক হয়েছে...৷’’ (Rahul Gandhi's Tweet to Virat Kohli)
আরও পড়ুন- ভারতের ব্যর্থতার জন্য আইপিএল নিয়ে মাতামাতি কিছুটা দায়ী, বলছেন আক্রম
সব জায়গায় যখন সমালোচনার ঝড় চলছে ৷ তখন এ ব্যাপারে বিরাটদের সমর্থনে এগিয়ে এলেন রাহুল গান্ধি ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি এবার বিরাটকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘ প্রিয় বিরাট... ওদের মন ঘৃণায় ভরা, কারণ ওদের কেউ কখনও ভালোবাসা দেয় নি ৷ ওদের ক্ষমা করো ৷ টিমকে রক্ষা করো ৷’’
Dear Virat,
These people are filled with hate because nobody gives them any love. Forgive them. Protect the team. — Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের হারের পর মহম্মদ শামিকে নিয়ে কটূক্তিতে ভরে যায় ট্যুইটার ৷ তাঁকে নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন ভারতীয় দলের বেশ কিছু উগ্র সমর্থক ৷ সেসময়েও টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি ৷ ট্যুইটারে লিখেছিলেন, “মহম্মদ শামি আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই মানুষগুলো ঘৃণায় পরিপূর্ণ কারণ ওদের কেউ কখনও ভালবাসেনি। ওদের ক্ষমা করো।”
আরও পড়ুন-কোহলির বিরুদ্ধে ভারতীয় ড্রেসিংরুমে রাজনীতি চলছে, নিশ্চিত শোয়েব আখতার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটারকে নিয়েই উগ্র মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷ তৈরি হয়েছে প্রচুর মিম ৷ হাসি-ঠাট্টাই চলছে সর্বত্র ভারতীয় দলকে নিয়ে ৷ টিম ইন্ডিয়ার এত খারাপ পারফরম্যান্স কেউই মেনে নিতে পারছেন না ৷ ক্রিকেটারদের পরিবারকে উদ্দেশ্য করেও কটূক্তিতে ভরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় ভারতীয় দলের সমর্থনে এগিয়ে এলেন রাহুল গান্ধি ৷ বিরাটকে মন শান্ত রেখে টিমকে রক্ষা করার বার্তা দিলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, Rahul Gandhi