Rahul Gandhi to Virat Kohli: ‘ওদের মন ঘৃণায় ভরা, ওদের ক্ষমা করো...’ বিরাটদের সমর্থনে ট্যুইট রাহুল গান্ধির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi's Tweet to Virat Kohli: রাহুল গান্ধি বিরাটকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘ প্রিয় বিরাট... ওদের মন ঘৃণায় ভরা, কারণ ওদের কেউ কখনও ভালোবাসা দেয় নি ৷ ওদের ক্ষমা করো ৷ টিমকে রক্ষা করো ৷’’
নয়াদিল্লি: চলতি টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হার ৷ বিশ্বকাপ থেকে প্রায় বিদায়ের পথে ভারত ৷ দু’টো ম্যাচেই একপেশে ভাবে হেরেছে কোহলি ব্রিগেড ৷ সাম্প্রতিক কালে টিম ইন্ডিয়ার (Team India) এত খারাপ পারফরম্যান্স কেউ মনেই করে উঠতে পারছেন না ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারেই মুষড়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকরা ৷ তারপর কিউয়ি-দের বিরুদ্ধে হারের পর বিরাটদের খেলার সমালোচনায় গোটা দেশ ৷ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা ৷ প্রত্যেকেরই একটাই বক্তব্য, ‘‘ এবার বাড়ি চলে এসো তোমরা (টিম ইন্ডিয়া), অনেক হয়েছে...৷’’ (Rahul Gandhi's Tweet to Virat Kohli)
সব জায়গায় যখন সমালোচনার ঝড় চলছে ৷ তখন এ ব্যাপারে বিরাটদের সমর্থনে এগিয়ে এলেন রাহুল গান্ধি ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি এবার বিরাটকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘ প্রিয় বিরাট... ওদের মন ঘৃণায় ভরা, কারণ ওদের কেউ কখনও ভালোবাসা দেয় নি ৷ ওদের ক্ষমা করো ৷ টিমকে রক্ষা করো ৷’’
advertisement
advertisement
Dear Virat,
These people are filled with hate because nobody gives them any love. Forgive them. Protect the team. — Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের হারের পর মহম্মদ শামিকে নিয়ে কটূক্তিতে ভরে যায় ট্যুইটার ৷ তাঁকে নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন ভারতীয় দলের বেশ কিছু উগ্র সমর্থক ৷ সেসময়েও টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি ৷ ট্যুইটারে লিখেছিলেন, “মহম্মদ শামি আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই মানুষগুলো ঘৃণায় পরিপূর্ণ কারণ ওদের কেউ কখনও ভালবাসেনি। ওদের ক্ষমা করো।”
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটারকে নিয়েই উগ্র মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷ তৈরি হয়েছে প্রচুর মিম ৷ হাসি-ঠাট্টাই চলছে সর্বত্র ভারতীয় দলকে নিয়ে ৷ টিম ইন্ডিয়ার এত খারাপ পারফরম্যান্স কেউই মেনে নিতে পারছেন না ৷ ক্রিকেটারদের পরিবারকে উদ্দেশ্য করেও কটূক্তিতে ভরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় ভারতীয় দলের সমর্থনে এগিয়ে এলেন রাহুল গান্ধি ৷ বিরাটকে মন শান্ত রেখে টিমকে রক্ষা করার বার্তা দিলেন তিনি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 5:55 PM IST