Shoaib Akhtar on Team India : কোহলির বিরুদ্ধে ভারতীয় ড্রেসিংরুমে রাজনীতি চলছে, নিশ্চিত শোয়েব আখতার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar on two camps in the Indian cricket team. শোয়েব আখতারের মনে হয়েছে ভারতীয় দলের ড্রেসিংরুমে বিরাট কোহলির বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। কোহলির পক্ষে একটি দল। অন্য দলটি বিরাটের বিপক্ষে।
একটি ভারতীয় ক্রীড়া সাইটকে সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' জানিয়েছেন গভীরভাবে চিন্তা করে তার মনে হয়েছে ভারতীয় দলের ড্রেসিংরুমে বিরাট কোহলির বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। আজ নয়, গত কয়েকটা মাস ধরেই এই চক্রান্ত ক্রমশ বেড়েছে। তিনি নিশ্চিত বিরাট কোহলির পক্ষে একটি দল। অন্য দলটি বিরাটের বিপক্ষে। তবে কোন ক্রিকেটার, কারা কারা এই বিপক্ষ শিবিরে আছে, সেটা বলেননি পাক তারকা। তিনি জানিয়েছেন এমন জিনিস ক্রিকেটে নতুন নয়। অতীতে অনেকবার হয়েছে।
advertisement
advertisement
ওয়াসিম আক্রম পাকিস্তানের অধিনায়ক থাকার সময় আব্দুর রাজ্জাক, আজহার মাহমুদদের মত ক্রিকেটাররা বিরোধী শিবিরে ছিলেন। তিনি মনে করেন এটা খুব লজ্জার ব্যাপার। মতবিরোধ থাকতেই পারে। কিন্তু সেটা ঝগড়া হলেও খোলাখুলি মিটিয়ে নেওয়া উচিত। একজন অধিনায়ককে বিশ্বকাপের মতো মঞ্চে ঝোলানোর মানে হয় না। এটা বিরাট কোহলির অধিনায়ক হিসেবে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ বলেই হয়তো ব্যাপারটা বেশি হয়েছে মনে করেন শোয়েব।
advertisement
তবে অধিনায়ক হিসেবে বিরাট এই বিশ্বকাপে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন স্পষ্ট জানিয়েছেন পাক তারকা। উল্লেখ্য নিউজিল্যান্ডের কাছে হারের পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি হারের যে কারণ দেখিয়েছিলেন তার সমালোচনা করেছিলেন কপিল দেব। বিরাটের মন্তব্যকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে কপিলের জবাব ছিল, অধিনায়কের এই ধরনের মন্তব্য দলের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
advertisement
নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর কোহলি বলেন, ‘‘আমরা প্রথম থেকেই কেঁপে গিয়েছিলাম। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের যতটা সাহসী হওয়ার প্রয়োজন ছিল আমরা হতে পারিনি। এটা খুবই দুঃখজনক।’’ এই মন্তব্য ভাল ভাবে নেননি কপিল। এখন শোয়েব আখতারের এমন মন্তব্য আসার পর ক্রিকেট দুনিয়ায় হয়তো নতুন আলোড়ন সৃষ্টি হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 3:13 PM IST