Yuvraj Singh's Comeback Announcement: মাঠে নেমে ফের ছক্কা হাঁকাতে তৈরি, ফেব্রুয়ারিতেই কামব্যাকের ইঙ্গিত যুবরাজ সিংয়ের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh's Comeback Announcement: ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর খুব বেশি সময় মাঠের বাইরে বসে থাকতে পারলেন না যুবরাজ ৷ ফের ব্যাট হাতে নামতে চান তিনি ৷
চণ্ডীগড়: অবসর ভেঙে ফের ২২ গজে ফিরছেন যুবরাজ সিং ৷ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তারই ইঙ্গিত দিয়েছেন যুবি ৷ সব ঠিকঠাক চললে আগামী ফেব্রুয়ারিতেই ফের মাঠে ব্যাট হাতে নামতে দেখা যাবে যুবরাজ সিং-কে (Yuvraj Singh Makes Stunning Comeback Announcement) ৷
ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর খুব বেশি সময় মাঠের বাইরে বসে থাকতে পারলেন না যুবরাজ ৷ ফের ব্যাট হাতে নামতে চান তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় সোমবার রাতে সবাইকে চমকে দিয়ে এমন ‘কামব্যাক’-এর কথাই জানিয়েছেন যুবি ৷ এই ঘোষণার ফলে অবশ্যই খুশি ক্রিকেটপ্রেমীরা ৷
advertisement
advertisement
advertisement
সোমবার রাতে, যুবরাজ সিং তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘ঈশ্বর আপনার গন্তব্য ঠিক করেন। ভক্তদের দাবিতে ফেব্রুয়ারি মাসে আমি আবার মাঠে ফিরব। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটি আমার জন্য একটি অত্যন্ত বড় বিষয়। সর্বদা। সমর্থন করতে থাকুন এবং এটাই একজন প্রকৃত ভক্তের লক্ষণ।’
advertisement
তবে ঠিক কোন টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি, সে ব্যাপারে এখনও কিছু জানাননি যুবরাজ ৷ ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগ এবং রোড সেফটি সিরিজে যুবিকে খেলতে দেখা গিয়েছে।
যুবরাজকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অবসরপ্রাপ্ত ক্রিকেটার বলেই সম্মতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে সবুজ সঙ্কেত পাননি যুবি। তাই এবার তাঁকে কোন টুর্নামেন্টে কিংবা কোন ফরম্যাটের ক্রিকেটে খেলতে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 1:20 PM IST