খানাপিনায় দিলখুশ! হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারিতে মজেছেন বাবর আজমরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
মটন, চিকেন, মাছেই প্রোটিন পুষ্টি। কবজি ডুবিয়ে বিরিয়ানি খাচ্ছেন পাক ক্রিকেটাররা।
পারাদীপ ঘোষ, কলকাতা: হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারির সঙ্গে বাটার চিকেন বা ফিশ তন্দুরি। নিজামের শহরে দাওয়াত-ই-মজলিসে মজেছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার এহেসান ইফতিকার নেগি তো সোশ্যাল সাইটে হায়দরাবাদি বিরিয়ানির ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ফার্স্ট থিঙ্গস ফার্স্ট। লিভড আপ টু হাইপ’’!
পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ আবার অনুশীলনের নামার আগে ভারতীয় খাবার নিয়ে বলছেন, ‘‘জবরদস্ত…! মজা আ গেয়া…।’’ বাইশ গজে বিশ্বযুদ্ধ শুরুর কাউন্টডাউন চলছে। বিশ্বকাপে নামার আগে আপাতত ভারতীয় খানাপিনায় মজে প্রতিবেশি পাকিস্তানের ক্রিকেটাররা।
advertisement
২০১৬-এর পর ২০২৩। সাত বছরের ব্যবধানে ফের ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। বিমানবন্দরের পা রেখেই যে ভাবে ভারতীয়দের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন পাক তারকারা, তাতে এক কথায় অভিভূত বাবর আজমরা। সলমন আগা বা মহম্মদ নওয়াজের মত প্রথম বার ভারতে আসা পাক ক্রিকেটাররা বলেছেন, ‘‘আমরা আশা করেছিলাম আমাদের ম্যাচে গ্যালারি ভরা থাকবে। কিন্তু ভারতের মাটিতে পা রেখেই যে ভাবে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছি, তাতে আমরা অভিভূত।’’
advertisement
A warm welcome in Hyderabad as we land on Indian shores 👏#WeHaveWeWill | #CWC23 pic.twitter.com/poyWmFYIwK
— Pakistan Cricket (@TheRealPCB) September 27, 2023
advertisement
যদিও পাকিস্তানের পক্ষে অনুশীলন ম্যাচটা শুক্রবার সুখকর হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ৩৪৫ রান তুলেও হারতে হল বাবর আজমদের। ৩৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। পাকিস্তানের অনুশীলন ম্যাচে অবশ্য কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। শুক্রবার হায়দরাবাদ স্টেডিয়ামে দর্শক শূন্য ম্যাচে পাকিস্তানের দলের হয়ে শতরান করেন রিজওয়ান।
advertisement
First things first … lived up to the hype! pic.twitter.com/vmBuKjitaB
— Ahsan Iftikhar Nagi (@ahsannagi) September 27, 2023
বিশ্বকাপে ৬ অক্টোবর পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ১০ অক্টোবর হায়দরাবাদের মাঠে শাহিন আফ্রিদিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ অক্টোবর বিশ্ব ক্রিকেটের মহারণ। আহমেদাবাদে মুখোমুখি হবেন বাবর আজম, বিরাট কোহলিরা। এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। ইতিমধ্যে বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 9:56 AM IST