রাতের বেলায় দই খাওয়ার অভ্যাস রয়েছে? শরীরের পক্ষে তা ক্ষতিকর কি না, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Eating Curd at Night: রাতে কেন দই খাওয়া যাবে না কিংবা রাতে দই খাওয়া কি ক্ষতিকর ইত্যাদি। সেই সব প্রশ্নের উত্তরই আলোচনা করা হল এই প্রতিবেদনে।
নিয়মিত টক দই খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালই। আর বাড়িতে পাতা দই হলে তো কথাই নেই। দইয়ের ঘোল কিংবা রায়তা তো বটেই, দুপুরের খাবারের পাতেও অনেকে টক দই খেতে পছন্দ করেন। কিন্তু রাতে দই খাওয়া নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। যেমন - রাতে কেন দই খাওয়া যাবে না কিংবা রাতে দই খাওয়া কি ক্ষতিকর ইত্যাদি। সেই সব প্রশ্নের উত্তরই আলোচনা করা হল এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
সর্দি-কাশি: টক দইয়ের কারণে আরও বেশি পরিমাণে মিউকাস তৈরি হতে পারে। যার জেরে সর্দি-কাশির আশঙ্কা তৈরি হয়। এখানেই শেষ নয়, মিউকাস তৈরি হওয়ার ফলে শ্বাসজনিত সমস্যারও উদ্রেক হতে পারে। এর জেরে অ্যাজমা বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো গুরুতর সমস্যাও হতে পারে। তাই এইসব রোগের আশঙ্কা এড়াতে রাতে টক দই নৈব নৈব চ।
advertisement
advertisement