Qatar World Cup : পাকিস্তানের ভাড়াটে সেনা ! কাতার বিশ্বকাপে পয়সা নিয়ে দেবে নিরাপত্তা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Pakistan army to provide security for Qatar Football World Cup. পাকিস্তানের ভাড়াটে সেনা ! কাতার বিশ্বকাপে পয়সা নিয়ে দেবে নিরাপত্তা
#ইসলামাবাদ: যে দেশের সম্মান নেই, তাদের সেনাবাহিনীর অবস্থাও সেরকম। না হলে পয়সার বিনিময় একটি স্বাধীন দেশের সেনা অন্য দেশের অনুরোধে নিরাপত্তা দিতে যাবে কেন? কিন্তু পাকিস্তানে সব সম্ভব। পাকিস্তানের মাটিতে এখন কোনো আন্তর্জাতিক সিরিজ হলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চারপাশ। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা সদস্য।
এবার আর নিজের দেশে নয়, বরং কাতার বিশ্বকাপে ফুটবলারদের নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী! দুজন ফেডারেল কেবিনেট সদস্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। সারা বিশ্ব থেকে লাখ মানুষ খেলা দেখতে কাতারে যাবে।
advertisement
advertisement
এই বৈশ্বিক আসরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। কিন্তু বিশ্বকাপের মতো ক্রীড়াযজ্ঞ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাতারের নেই। তাই পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করেছিল কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করেছে।
মন্ত্রিসভার সম্মতির কথা জানিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব। জানা গেছে, বিশ্বকাপের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পাকিস্তান সেনাবাহিনীর সাহায্য চেয়ে আগেই অনুরোধ করেছিল দোহা। ইসলামাবাদের পক্ষ থেকে এত দিন বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। মঙ্গলবার দুই দিনের দোহা সফরে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
advertisement
তার আগেই কাতার প্রশাসনের অনুরোধে সাড়া দিয়েছে পাকিস্তান। দুই দেশের সুম্পর্ককে গুরুত্ব দিয়ে কাতারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন পাকিস্তানের সেনাবাহিনী। বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতাপত্র সাক্ষর হয়েছে কি না, তা জানানো হয়নি। কিংবা কতজন সেনা পাঠানো হবে, সেখানে তারা কী কী দায়িত্ব পালন করবেন- সে বিষয়েও কিছু বলা হয়নি।
advertisement
Qatar will take Pakistan Army services for the Fifa World Cup 2022#ImamKhadimHussainRizvi #PakArmy #Fifaworldcup2022 pic.twitter.com/sPMl8NjJvb
— TLPEngishVideos (@TLPEnglishVid) August 23, 2022
পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফর পাকিস্তান-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে এবং এগিয়ে নিয়ে যাবে। শক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা হবে।
advertisement
বিশ্বস্ত সূত্রের খবর মোট ৩০০০ পাকিস্তানি সেনা উপস্থিত থাকবেন কাতারে। তার জন্য তাদের আলাদা পেমেন্ট করা হবে। শোনা যাচ্ছে পাকিস্তান স্পেশাল ফোর্স অর্থাৎ এসএসজির কিছু সদস্য উপস্থিত থাকতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 1:08 PM IST