Russia vs Ukraine : নতুন করে হামলার তীব্রতা বাড়াবে রাশিয়া! স্বাধীনতা দিবসে ইউক্রেনকে সতর্ক করল আমেরিকা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Russia will intensify attack on Ukraine reveals new American detective report. হামলার তীব্রতা বাড়াবে রাশিয়া! স্বাধীনতা দিবসে ইউক্রেনকে সতর্ক করল আমেরিকা
#কিভ: পুতিনের বন্ধুর মেয়েকে গাড়ি বিস্ফোরণে মারার বদলা হিসেবে ইউক্রেনের ওপর হামলার তীব্রতা বাড়াতে পারে রাশিয়া। এই খবরে নতুন করে চাঞ্চল শুরু হয়েছে ইউক্রেনে। আর মাত্র এক দিন পরেই ইউক্রেনের স্বাধীনতা দিবস। ১৯৯১ সালে এই ২৪ অগস্টেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করেছিল ইউক্রেন।
আরও পড়ুন - JF17 Pakistan : চিনা বিমান নিয়ে মহা চিন্তায় পড়েছে পাকিস্তান! সাহায্য চাইল রাশিয়ার কাছে
কাকতালীয় ভাবে, এ দিনই ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষ ছ’মাস পূর্ণ করছে। তবে অর্ধবর্ষ পার করেও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে আজ আমেরিকার গোয়েন্দা সংস্থার এক আধিকারিক বলেছেন, নতুন করে আরও শক্তিশালী হামলার তোড়জোড় শুরু করেছে রাশিয়া।
advertisement
advertisement
এবারে আক্রমণের লক্ষ্য হতে পারে প্রশাসনিক ভবন আর সরকারি পরিকাঠামোগুলি। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার ওই গোয়েন্দা কর্তার আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলেছে হাতেনাতে। আজই কিভে আমেরিকান দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
At about 3 am Russia launched a missile attack on Odesa region with Tu-22M3 strategic aircraft with launch of two X-22 missiles. Four people wounded. The missile threat is persistent in the region and will intensify before the Independence Day of Ukraine on August 24. pic.twitter.com/5QCGxbOLnM
— Maria Avdeeva (@maria_avdv) August 17, 2022
advertisement
তাতে ইউক্রেনে এখনও থেকে যাওয়া আমেরিকার নাগরিকদের দ্রুত সে দেশ ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বিস্ফোরণের শব্দ বা সাইরেনের আওয়াজ শুনতে পেলে দ্রুত নিরাপদ স্থান বেছে নিন। আবাসনের সবচেয়ে নীচের তলায় আশ্রয় নিন। বাইরের দিকে উন্মুক্ত রয়েছে এমন দেওয়াল বা জানলার আশপাশ এড়িয়ে চলুন।
রবিবার ইউরোপীয় দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইজেন। আমেরিকান গোয়েন্দাদের মত রাশিয়ার বিশেষ বিমান বাহিনী আধুনিক সুখই ৩৫ ব্যবহার করতে পারে নতুন আক্রমণ করার ক্ষেত্রে। ইতিমধ্যেই বেশ কিছু মার্কিন নাগরিক আবার ইউক্রেন ছাড়া শুরু করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 12:45 PM IST