এশিয়ান গেমসে ইতিহাস সিন্ধুর , পৌঁছলেন ফাইনালে

Photo Courtesy : IOA/ Twitter Handle

Photo Courtesy : IOA/ Twitter Handle

  • Last Updated :
  • Share this:

    #জাকার্তা : জাপানি বোমাকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু  ৷ ২-১ গেমে প্রতিপক্ষকে প্যাকআপ করে দিলেন হায়দরাবাদি শাটলার ৷

    খেলার ফল ২১-১৭, ১৫-২১, ২১-১০ ৷ দ্বিতীয় গেমে জাপানের আকানে ইয়ামাগুচি একটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু সিন্ধুর স্কিলের সামনে ফিকে পরে যায় তাঁর পারফরম্যান্স ৷ ১ ঘন্টা ২ মিনিটের লড়াইয়ের শেষে রুপো নিশ্চিত করে ফেললেন সিন্ধু ৷

    প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছলেন তিনি ৷ সেমিফাইনালে জিতে সিন্ধু জানিয়েছেন, ‘‘প্রথম গেমে আমি ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয় সেটটা খুব একটা ভালো ছিল না ৷ কিন্তু তৃতীয় সেটটা ভালোভাবে ফিরে আসতে পেরেছি ৷ ইয়ামাগুচি খুব শক্ত প্রতিপক্ষ ৷

    আরও পড়ুন - ৩৬ বছরের খরা ৩৬ মিনিটে কাটালেন সাইনা নেহওয়াল

    এদিকে ফাইনালে সিন্ধুর সামনে সাইনা কে হারিয়ে উঠে আসা এক নম্বর শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই তুজু ইয়াং৷ ফলে রুপোকে সোনায় পরিণত করতে হলে লড়াইটা যে নিঃসন্দেহে কঠিন হবে তা বলাই যায় ৷

     
    First published:

    Tags: 2018 Asian games, Asian Games 2018, Jakarta Asian Games, Jakarta-Palembang, Pv sindhu