৩৬ বছরের খরা ৩৬ মিনিটে কাটালেন সাইনা নেহওয়াল
Last Updated:
#জাকার্তা : আগেই ব্রোঞ্জ নিশ্চিত করেছিলেন দুই ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু ৷ আর সোমবার সকালের এনকাউন্টারে সেই ব্রোঞ্জ পদকেই থেমে গেলেন সাইনা ৷
পৃথিবীর এক নম্বর চাইনিজ তাইপেইয়ের তাই তুজু ইয়াংয়ের কাছে হেরে পদকের রঙ আর বদালানো হল না ৷ লড়াই করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর দুটি গেমেই হার স্বীকার করতে হল দশ নম্বর সাইনাকে ৷
আরও পড়ুন - রেস শুরুর আগে কতটা টেনশনে ছিলাম, আমিই জানি: হিমা
advertisement
খেলার ফল ১৭-২১, ১৪-২১ ৷ ৩৬ মিনিটেই খেল খতম ৷ এই ম্যাচে নামার আগে এই প্রতিপক্ষের বিরুদ্ধে ৯ টি ম্যাচে হেরেছিলেন সাইনা ৷ তারমধ্যে ২০১৮ তেই ৩টি ম্যাচে হারতে হয়েছিল তাঁকে ৷
Location :
First Published :
August 27, 2018 12:41 PM IST