Nikhat Zareen : ভারতের সোনার মেয়ে নিখাত জারিন! বক্সিংয়ে ফের সোনা জয় ভারতের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Nikhat Zareen wins boxing gold medal at Commonwealth games in Birmingham. ভারতের সোনার মেয়ে নিখাত জারিন! বক্সিংয়ে ফের সোনা জয় ভারতের
#লন্ডন: শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিযোগী স্টুবলে আলফিয়া সভানাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নিখাত জারিন। রবিবার উত্তর আয়ারল্যান্ডের কারলি ম্যাক নলের বিপক্ষে স্বর্ণপদক জয়ের ম্যাচ ছিল ভারতের নতুন বক্সিং তারকার। বয়সের ব্যবধান ছিল দুজনের মধ্যে প্রায় সাত বছরের।
আরও পড়ুন - PV Sindhu : সোনার লড়াই বাঁচিয়ে রাখলেন সিন্ধু এবং লক্ষ্য সেন, পারলেন না শ্রীকান্ত
জারিন বুদ্ধি করে তিনটি রাউন্ড খেললেন। আগ্রাসন এবং বুদ্ধি একসঙ্গে কাজে লাগালেন। শেষ পর্যন্ত স্বর্ণপদক নিয়েই রিং ছাড়লেন ভারতীয় বক্সিং এর নতুন রানী। নিখাত জারিন নামটার সঙ্গে ভারতীয়রা প্রথম পরিচিত হন ২০১৯ সালে। সেই সময় মেরি কমের মতো অনেকেই হয়তো বলেছিলেন, কে নিখাত জারিন? সত্যিই তো! ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নের সামনে কে নিখাত জারিন?
advertisement
Nikhat Zareen. Put some respect on the name. The 26-year-old adds CWG 🥇 to her World 🥇. She beats Ireland's Carly McNaul by a wide 5-0 UD in the final of the women's 50kg division. She won every bout in Birmingham by the same margin. Nikhat made becoming CWG champion look easy. pic.twitter.com/n2GdBZ3VO6
— jonathan selvaraj (@jon_selvaraj) August 7, 2022
advertisement
advertisement
কিন্তু লড়াইয়ে নামলে জারিন যে আক্রমণ ছাড়া কিছুই জানেন না। বিনা লড়াইয়ে তিনি মেরি কমকেও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। ২০১৯ সালে ৫২ কেজি বিভাগে বিশ্ব বক্সিংয়ে কোনও যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই মেরি কমকে বেছে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আপত্তি জানান মাত্র ২২ বছরের জারিন।
উত্তরে মেরির শ্লেষাত্মক প্রশ্ন ছিল, কে নিখাত জারিন? উত্তর পাওয়া গেল। ২০২২ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন। ৫২ কেজি বিভাগেই। ২০১১ সালে তুরস্কে যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন জারিন। ২০১৪ সালে বুলগেরিয়াতে পেয়েছিলেন রুপো। সেই বছরেই সার্বিয়াতে আন্তর্জাতিক নেশনস কাপে সোনা জেতেন তিনি। তাইল্যান্ড ওপেনে ২০১৯ সালে রুপো জেতেন জারিন।
advertisement
আজ চাপ থাকলেও কর্লির বিপক্ষে শান্ত মাথায় নিজের স্বাভাবিক খেলা তুলে ধরাই একমাত্র লক্ষ্য ছিল জারিনের। জয় এর পর রিং এর ভেতর পা মুড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর জাতীয় পতাকা গায়ে দিয়ে ছুটলেন জারিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 7:42 PM IST