Neymar Major league Soccer : শেষ জীবনে আমেরিকার মেজর লিগ সকারে খেলতে চান নেইমার ! কারণ জানলে অবাক হবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Neymar Jr of PSG would love to play in America Major League Soccer. ভবিষ্যতে আমেরিকার মেজর লিগ সকার খেলতে চান নেইমার।বেশি ছুটির আশায় আমেরিকায় গিয়ে ফুটবল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তারকা ফুটবলার
কিন্তু জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে প্রায় সারাবছর মাঠেই থাকতে হয় নেইমারকে। অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে না পড়লে তেমন ছুটিই মেলে না নেইমার তথা পেশাদার ফুটবলারদের। তাই বেশি ছুটির আশায় আমেরিকায় গিয়ে ফুটবল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই তারকা ফুটবলার। বর্তমানে লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপেদের পাশে খেললেও, অবসরের আগে মেজর লিগ সকারে চলে যেতে পারেন নেইমার।
advertisement
advertisement
নিজ দেশের ক্লাব সান্তোসের জার্সি গায়ে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও, আর কখনও ব্রাজিলিয়ান ক্লাবে খেলবেন কি না নিশ্চিত নন নেইমার। তিনি বরং জানিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে খেলার ইচ্ছার কথা। সম্প্রতি ফেনোমেনোস পডকাস্টে নেইমার বলেছেন, আমি জানি না আবার কখনও ব্রাজিলে খেলব কিনা। কারণ এটি নিয়ে আমার সংশয় আছে। এসময় তিনি আরও বলেন, সত্যি বলতে আমি আমেরিকায় গিয়ে খেলতে পছন্দ করব।
advertisement
সেখানে অন্তত একটি মৌসুম খেলতে চাই আমি। তাদের মৌসুম যেহেতু সংক্ষিপ্ত, আমি তিন মাসের ছুটি পাব (হাসি)। কবে অবসর নেবেন তা এখনও ঠিক করেননি নেইমার। তবে অন্তত ২০২৫ সালে পিএসজির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত খেলে যাবেন তিনি। পাশাপাশি নেইমার মনে করেন জাতীয় দল ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে চান তিনি।
advertisement
কোচ তিতে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে ব্রাজিল দলটাকে। সেলেকাও ব্রিগেড লাতিন আমেরিকা জোন থেকে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। নেইমার মনে করেন, তিনি একা নন, বর্তমান ব্রাজিল দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে।
এই বিশ্বকাপটাই শারীরিক ফিটনেসের দিক থেকে সঠিক জায়গায় খেলবেন তিনি। ২০০২ সালে জাপানের মাটিতে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর এবার আবার এশিয়ার মাটি থেকে বিশ্ব সেরা হতে চায় সাম্বা ব্রিগেড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 9:01 PM IST