'বাবাকে নিয়মিত মহিলার জোগান দিতে হবে', নেইমারের চুক্তির তথ্য ফাঁস

Last Updated:

Neymar contract with Barca: বাবার জন্য মহিলার জোগান চেয়েছিলেন নেইমার! বিস্ফোরক অভিযোগ।

#সাও পাওলো: ফুটবল ক্লাবের সঙ্গে ফুটবলারের চু্ক্তি। সেই চুক্তিতে টাকার অঙ্ক, থাকার জায়গা, জীবন যাপনের বাকি সুখ-স্বাচ্ছন্দ্যের দাবি ছাড়া আর কী থাকতে পারে! নেইমারের সঙ্গে বার্সার চুক্তির শর্ত ফাঁস হয়েছে। সেই শর্তের কথা শুনলে চমকে যাবেন।
স্যান্টোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফার ফি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। কর ফাঁকির মতো গুরুতর অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা হয়েছিল স্পেনের আদালতে।
আরও পড়ুন- রোহিত শর্মা পেলেন মৃত্যুসংবাদ, হিটম্যান-এর বাড়িতে এখন শোকের ছায়া
নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিয়েছেন।  তবুও তাঁকে স্পেনের আদালতে হাজিরা দিতে হয়েছে। বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তির একটি শর্ত হঠাৎই প্রকাশ্যে এসেছে। তা নিয়ে হইচই ফুটবল মহলে।
advertisement
advertisement
নেইমারের বাবা নাকি বার্সেলোনাকে জানিয়েছিলেন, তাঁকে নিয়মিত মহিলাসঙ্গীর জোগান দিতে হবে। তবেই বার্সার সঙ্গে তিনি চুক্তিতে সই করতে দেবেন ছেলেকে।
প্রসঙ্গত, নেইমারের মায়ের সঙ্গে তাঁর ২০১৬ সালে বিচ্ছেদ হয়। তার পর থেকে নেইমারের বাবার বিরুদ্ধে মহিলাঘটিত একাধিক কাণ্ডে নাম জড়িয়েছে। স্যান্টোসের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আলভারো দা অলিভিয়েরা রিবেইরো এবার গুরুতর এই তথ্য ফাঁস করেছেন।
advertisement
রিবেইরো দাবি করেছেন,  “নেইমারের সঙ্গে বার্সার চুক্তিতে বলা ছিল, ওর বাবাকে নিয়মিত মহিলাসঙ্গী সরবরাহ করতে হবে ক্লাবের তরফে। লন্ডনের পিকাডিলির এক হোটেলে সেই মহিলাদের সঙ্গে সময় কাটাতেন তিনি। এছাড়া প্রাইভেট বিমানেরও দাবি ছিল তাঁর।”
আরও পড়ুন- ভামিকার অদেখা ছবি পোস্ট ‘মা’ অনুষ্কার, বাবা বিরাট কোহলি ভরিয়ে দিলেন প্রেম দিয়ে,রইল ফটো
তিনি আরও দাবি করেছেন,  “কোনও দিন কফির দাম দেয়নি ও। অন্তত ওর ২০০ কাপ কফির দাম দিয়েছি আমি। চুক্তিতে মহিলাসঙ্গীর সরবরাহ ছাড়াও ব্রাজিলের ম্যাচ দেখতে নিয়ে যাওয়ার দাবি ছিল। ওর টাকার অভাব ছিল না। কিন্তু বার্সেলোনা নেইমারের বাবার জন্য একজন লোককে ঠিক করে রেখেছিল, সেই লোক সব চাহিদা মিটিয়ে দিত।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'বাবাকে নিয়মিত মহিলার জোগান দিতে হবে', নেইমারের চুক্তির তথ্য ফাঁস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement