ভামিকার অদেখা ছবি পোস্ট ‘মা’ অনুষ্কার, বাবা বিরাট কোহলি ভরিয়ে দিলেন প্রেম দিয়ে,রইল ফটো
- Published by:Debalina Datta
Last Updated:
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ আর ২০২১ সালে তাঁদের সন্তানকে স্বাগত জানান৷
#কলকাতা: বিরাট কোহলির আর অনুষ্কার মেয়ে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ৷ ১১ জানুয়ারি ভামিকার দ্বিতীয় জন্মদিনে দারুণ উচ্ছ্বসিত তাঁর মা ও বাবা৷ অনুষ্কা, ভামিকার সঙ্গে একটি একেবারে অনকোরা নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন৷ নিজের মেয়ের দ্বিতীয় জন্মদিনে এই স্পেশাল পোস্ট মা অনুষ্কার৷ ভামিকার বাবাও পিছিয়ে নেই মায়ের পোস্ট করে মিষ্টি আদুরে ছবিতে লাভ ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন বিরাট কোহলি৷
অনুষ্কা শর্মা কোনও একটি পার্কের বেঞ্চে বসে রয়েছেন সঙ্গে ভামিকাও৷ অনুষ্কা -র কোলে রয়েছে খুদে ভামিকা৷ তবে এই ছবিতেও ভামিকার মুখ দেখা যাচ্ছে না৷ অনুষ্কা ও ভামিকা-র এই ফটো দারুণ কিউট৷ অনুষ্কা এই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন , ‘‘দু বছর আগে আমার হৃদয় আরও প্রসারিত হয়ে গেছে৷ ’’ অনুষ্কার শর্মার এই পোস্টে বিরাট কোহলি অসংখ্য হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন৷
advertisement

advertisement
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ আর ২০২১ সালে তাঁদের সন্তানকে স্বাগত জানান৷
advertisement
একদিন আগে বিরাট কোহলি একটি হৃদয়স্পর্শী ফটো পোস্ট করেছেন৷ এই ছবিতে অনুষ্কা ও ভামিকার সঙ্গে সমুদ্রের পারে ঘুরতে তাঁকে দেখা যায়৷ তার পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে- ‘‘Rabba bakshiyan tu enniyan meherbaniyan, hor terto kuch ni mangda, bas tera shukar ada kardan’’
advertisement
বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলা হচ্ছে৷ শ্রীলঙ্কা-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত জিতে সিরিজে এগিয়ে এসেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 5:46 PM IST