Rohit Sharma, Mumbai Indians : টেনশন লেনে কা নেহি! মুম্বই ইন্ডিয়ান্সে নতুন দাওয়াই অধিনায়ক রোহিত শর্মার

Last Updated:

Mumbai Indians captain Rohit Sharma prefers playing with pressure free mind in IPL 2022. টেনশন লেনে কা নেহি! মুম্বই ইন্ডিয়ান্সে নতুন দাওয়াই রোহিত শর্মার

টেনশন না নিয়ে খোলা মনে আইপিএল খেলতে চান রোহিত
টেনশন না নিয়ে খোলা মনে আইপিএল খেলতে চান রোহিত
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিন্দাস মেজাজে আছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার দেওয়াল্ড ব্রেভিসকে ডাক নাম দিয়েছেন। মজা করছেন গেম খেলার সময়। আসলে বডি ল্যাঙ্গুয়েজই চাপ অনুভব করতে দিতে চান না। দলের অন্দরমহলে রোহিত শর্মা বলেছেন টেনশন লেনে কা নেহি! দেনেকা ! অর্থাৎ খোলা মনে ক্রিকেট খেলতে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করছেন রোহিত।
advertisement
advertisement
মুম্বইয়ের চলতি ভাষায় সেটাই বোঝাতে চেয়েছেন হিটম্যান। রোহিত জানিয়েছেন ওয়াংখেড়ে তাদের চেনা মাঠ হলেও বাড়তি সুবিধা পাবেন মনে করেন না। কারণ এবার ফ্র্যাঞ্চাইজি দলের নির্দেশে পিচ প্রস্তুত হয়নি। তাছাড়া বাকি দলগুলোও দীর্ঘদিন প্র্যাকটিস করছে মুম্বইতে। ২৭ মার্চ দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে সূর্য কুমার যাদবকে পাচ্ছে না মুম্বই।
advertisement
সূর্য বেঙ্গালুরুর এনসিএ তে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সময় আঘাত পেয়েছিলেন হাতে। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে প্রায় সুস্থ হয়ে ওঠার পথে তিনি। তিন নম্বরে সূর্যকুমার এর জায়গায় খেলবেন অনূর্ধ্ব উনিশ তিলক বর্মা। স্কাউটিং সিস্টেমের মাধ্যমে উঠে আসা এই ক্রিকেটার কি করতে পারেন সেদিকে নজর থাকবে।
পাশাপাশি রোহিত মনে করেন আন্তর্জাতিক ম্যাচের মতো দুটো ডিআরএস থাকা সঠিক সিদ্ধান্ত। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু রোহিত শর্মা মনে করেন কে আছে, কে নেই! সেটা বড় কথা নয়। আসল ব্যাপার হলো মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা। তবে অতিরিক্ত চাপ নিয়ে নয়, উপভোগ করে ক্রিকেট খেলে এই ইতিহাস তৈরি করতে চান তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma, Mumbai Indians : টেনশন লেনে কা নেহি! মুম্বই ইন্ডিয়ান্সে নতুন দাওয়াই অধিনায়ক রোহিত শর্মার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement