IPL 2023 playoffs: গ্রুপ থেকেই ছিটকে যাবে সিএসকে! ট্রফি উঠবে না ধোনির হাতে! আশঙ্কায় চেন্নাই ফ্যানেরা

Last Updated:

IPL 2023 playoffs: গুজরাতকে বাদ দিয়ে বাকি কোনও ৩ দল প্লে অফে যাবে তা এখনও নিশ্চিৎ নয়। আর সবথেকে বড় বিষয় ঘরের মাঠে কেকেআরের কাছে হেরে নিজেদের প্লে অফে ওঠাটাও অনিশ্চিৎ করে ফেলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।

কলকাতা: শেষ ল্যাপে চলে এসেছে আইপিএলের লিগ পর্বের খেলা। এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের টিকিট পাকা করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিৎ করে ফেলেছে গুজরাত টাইটান্স। ফলে টানা দুবার ফাইনাল খেলার জন্য দুটি সুযোগ পেতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গুজরাতকে বাদ দিয়ে বাকি কোন ৩ দল প্লে অফে যাবে তা এখনও নিশ্চিৎ নয়। আর সবথেকে বড় বিষয় ঘরের মাঠে কেকেআরের কাছে হেরে নিজেদের প্লে অফে ওঠাটাও অনিশ্চিৎ করে ফেলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
২০২৩ সালের মত লিগ টেবিলের পরিস্থিতি শেষ কবে আইপিএলে হয়েছিল মনা করা কঠিন। কারণ শেষ ম্যাচ যদি সিএসকে হেরে যায় তাহলে রান রেট নয়, এমনিতে পয়েন্টের বিচারেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে চেন্নাই। এবার আইপিএলে দুরন্ত পারফর্ম করেছে সিএসকেষ দীর্ঘ সময় এক নম্বর জায়গাতেও ছিল ধোনির দল। বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের আইপিএল জয়ীরা। কীভাবে সেই দল ছিটকে যেতে পারে সেটাই ভাবছেন অনেকে। কিন্তু অঙ্কের হিসেবে বলছে সেটা হওয়াটা খুব একটা কঠিন নয়, যদি শেষ ম্যাচ সিএসকে হেরে যায়।
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচ হেরে গেলে ১৫ পয়েন্টেই থেকে যাবে সিএসকে। লখনউয়ের শেষ ম্যাচ কেকেআরের বিরুদ্ধে জিতলে পৌছে যাবে ১৭ পয়েন্টে। সেক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে এল চেন্নাই। তবে এখনও আইপিএলে তিনটি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছতে পারে। মুম্বইয়ের পয়েন্ট ১৪। বাকি একটি ম্যাচ। শেষ ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ হায়দরাবাদ। জিততে পারলে ১৬ পয়েন্ট পৌছে যাবে ৫ বারের আইপিএল জয়ীরা।
advertisement
এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের দুটি করে খেলা বাকি। দুজনেরই পয়েন্ট ১২। আরসিবির শেষ দুটি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। অপরদিকে, পঞ্জাব কিংসের শেষ দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ফলে দুটি দলই শেষ করতে পারে ১৬-তে। সেক্ষেত্রে সিএসকে এমনিতেই শেষ ম্যাচ না জিতলে ১৫ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। এমনকী মুম্বই, আরসিবি ও পঞ্জাবের মধ্যে রানরেটের বিচারে প্লে অফে পৌছবে দুটি দল। ফলে শেষ ম্যাচ ধোনিরা জয় না পেলে চাপ অনেকটাউ বেড়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 playoffs: গ্রুপ থেকেই ছিটকে যাবে সিএসকে! ট্রফি উঠবে না ধোনির হাতে! আশঙ্কায় চেন্নাই ফ্যানেরা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement