Satadru Dutta Update: মেসির সঙ্গে বিমানে চড়ে বসেছিলেন শতদ্রুও, নামিয়ে আনল পুলিশ! কলকাতা বিমানবন্দরে কী ঘটেছিল শনিবার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লা ১২.২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শতদ্রু দত্ত৷ সিকিউরিটি চেকিং সহ সব প্রক্রিয়া মিটিয়ে বেলা ১২.৪০ মিনিটে চার্টার্ড বিমানে ওঠেন তিনি৷
সল্টলেক স্টেডিয়ামে ততক্ষণে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে৷ স্টেডিয়াম ছেড়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছেও গিয়েছেন লিও মেসি এবং তাঁর টিম৷ বিমানবন্দরে অপেক্ষারত চার্টার্ড বিমানেও উঠে পড়েছিলেন লিও৷
‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’- তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেই সময় লিওনেল মেসির সঙ্গেই ছিলেন তাঁর ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত৷ কিছুক্ষণের মধ্যেই মেসি এবং তাঁর সঙ্গী ফুটবলারদের সঙ্গে হায়দ্রাবাদ উড়ে যাওয়ার কথা ছিল শতদ্রুর৷ কিন্তু ঠিক তখনই বিমান থেকে শতদ্রুকে নেমে আসতে বলেন বিমানবন্দরের শীর্ষ আধিকারিকরা৷ কারণ ততক্ষণে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শতদ্রু দত্তকে আটকানোর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তা চলে এসেছে৷
advertisement
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১২.২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শতদ্রু দত্ত৷ সিকিউরিটি চেকিং সহ সব প্রক্রিয়া মিটিয়ে বেলা ১২.৪০ মিনিটে চার্টার্ড বিমানে ওঠেন তিনি৷ সেই সময়ই বিমানবন্দরে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের কারণে শতদ্রু দত্তকে শহর ছাড়তে নিষেধ করেন তিনি৷
advertisement
শেষ পর্যন্ত বেলা একটা নাগাদ বিমান থেকে নামিয়ে আনা হয় শতদ্রু দত্তকে৷ বিমানবন্দরের টারম্যাকেই একটি গাড়ির ভিতরে বসিয়ে রাখা হয় তাঁকে৷ সূত্রের খবর, টিকিটের দাম ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রথমে পুলিশকে বোঝানোর চেষ্টা করেন শতদ্রু৷ লিওনেল মেসির বাদবাকি সফরের জন্য তাঁরও হায়দ্রাবাদ এবং মুম্বইয়ে যাওয়া প্রয়োজন বলে দাবি করেন শতদ্রু৷ যদিও তাঁর কোনও যুক্তিই শুনতে চায়নি পুলিশ৷
advertisement
শেষ পর্যন্ত শতদ্রু দত্তকে বাদ দিয়েই বেলা ২.৩৪ নাগাদ মেসি সহ বাকিদের নিয়েই হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় চার্টার্ড বিমান৷ এর পর জিজ্ঞাসাবাদের পর শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ৷ এ দিন আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2025 8:23 PM IST







