Kanchenjunga: চোখ খুলতেই কাঞ্চনজঙ্ঘা! ডুয়ার্সে আসার পর্যটকদের জন্য বড় প্রাপ্তি, কুয়াশা কাটতেই দারুণ ভিউ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পর্যটকদের অনেকেই জানিয়েছেন, সাধারণত জঙ্গল আর সবুজের জন্যই ডুয়ার্সে আসা হয়। কিন্তু হঠাৎ করে আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার এমন স্পষ্ট দর্শন তাঁদের সফরকে আরও স্মরণীয় করে তুলেছে।
শীতের চাদরে পুরোপুরি মুড়েছে ডুয়ার্স। রবিবার ছুটির দিনের সকালে সেই শীতের আমেজে ডুয়ার্সের বানারহাট থেকে চোখে পড়ল এক অনন্য প্রাকৃতিক দৃশ্য—ঘুমন্ত বুদ্ধের রূপে ধরা দিল চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। ভোরের ঘন কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যেতেই আকাশজুড়ে স্পষ্ট হয়ে ওঠে বরফে মোড়া পাহাড়শৃঙ্গ। সেই দৃশ্য দেখে মুগ্ধ বানারহাটবাসী থেকে শুরু করে আশপাশের এলাকার মানুষজন।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা সুজিত কুমার দে বলেন, “ছুটির দিনে এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে! চোখের সামনে আকাশের মধ্যে উঁকি দিচ্ছে ঘুমন্ত বুদ্ধ। মনটাই ভালো হয়ে যাচ্ছে। মৃদু হাওয়া বুঝিয়ে দিচ্ছে শীত সত্যিই এসে গেছে। সঙ্গে গরম লিকার চা—সকালের আমেজটাই আলাদা।” শীতের সকালে প্রকৃতি আর পাহাড়ের এই যুগলবন্দি ডুয়ার্সকে যেন আরও একবার নতুন করে চিনিয়ে দিল সকলের কাছে।









