Home /News /sports /
MS Dhoni Second Child : আবার বাবা হতে চলেছেন ধোনি? সামাজিক মাধ্যমে গুঞ্জন তুঙ্গে

MS Dhoni Second Child : আবার বাবা হতে চলেছেন ধোনি? সামাজিক মাধ্যমে গুঞ্জন তুঙ্গে

চেন্নাই সুপার কিংসের সব ম্যাচে নিয়মিত গ্যালারিতে হাজির ছিলেন সকন্যা সাক্ষী

চেন্নাই সুপার কিংসের সব ম্যাচে নিয়মিত গ্যালারিতে হাজির ছিলেন সকন্যা সাক্ষী

M S Dhoni Second Child : সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে যে আগামী বছর ধোনির অর্ধাঙ্গিনী সাক্ষীর (Sakshi Dhoni) কোলে আসতে চলেছে নতুন অতিথি ৷ তবে এমএস বা সাক্ষী, দু’জনের কেউ এই মর্মে এখনও কোনও বিবৃতি দেননি ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চতুর্থবার আইপিএল (IPL) জয়ী হওয়ার মধ্যেই গুঞ্জরিত নতুন সুখবর ৷ শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দ্বিতীয় বারের জন্য পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৷ সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে যে আগামী বছর ধোনির অর্ধাঙ্গিনী সাক্ষীর (Sakshi Dhoni) কোলে আসতে চলেছে নতুন অতিথি ৷ তবে এমএস বা সাক্ষী, দু’জনের কেউ এই মর্মে এখনও কোনও বিবৃতি দেননি ৷

তাতে অবশ্য সামাজিক মাধ্যমে চর্চা বন্ধ হয়নি ৷ একাধিক ট্যুইটার হ্যান্ডল থেকে এই মর্মে দাবি করা হয়েছে যে প্রিয়াঙ্কা রায়না নাকি নিশ্চিত করেছেন আগামী বছর সাক্ষী দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ চেন্নাই সুপার কিংস-এর ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা আইপিএল টুর্নামেন্ট দেখতে পাড়ি দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ সিএসকে-এর সব ম্যাচের দর্শকাসনে তাঁদের বর্ণময় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷

আরও পড়ুন : অনুশীলনে ফিরলেন বেন স্টোকস, অ্যাশেজে খেলবেন ?

চেন্নাই সুপার কিংসের সব ম্যাচে নিয়মিত গ্যালারিতে হাজির ছিলেন সকন্যা সাক্ষী ৷ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে জেতার পর মাঠের মাঝখানে কন্যা জিভার সঙ্গে ধোনি ও সাক্ষীর অন্তরঙ্গ পারিবারিক ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে ৷

আরও পড়ুন : সালাহ,ফির্মিনোর দাপটে উড়ে গেল ওয়াটফর্ড, বড় জয় লিভারপুলের

সাক্ষীকে ২০১০ সালে বিয়ে করেন ধোনি ৷ মেয়ে জিভার জন্ম তার পাঁচ বছর পরে ৷ সে সময় ধোনি ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃ্ত্ব দিতে ৷ ফলে প্রথম সন্তানের জন্মের সময় তিনি স্ত্রী সাক্ষীর পাশে থাকতে পারেননি ৷ সামাজিক মাধ্যেম জিভা খুবই জনপ্রিয় ৷ মেয়ের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন সাক্ষী ৷ ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে ক্রিকেট গ্যালারিতে হাজির থাকে জিভা ৷ যদি সামাজিক মাধ্যমের গুঞ্জন সত্যি হয়, তাহলে আগামী বছর খেলার নতুন সঙ্গী পেতে চলেছে খুদে সাক্ষী ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Mahendra Singh Dhoni, Sakshi Dhoni