MS Dhoni Second Child : আবার বাবা হতে চলেছেন ধোনি? সামাজিক মাধ্যমে গুঞ্জন তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
M S Dhoni Second Child : সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে যে আগামী বছর ধোনির অর্ধাঙ্গিনী সাক্ষীর (Sakshi Dhoni) কোলে আসতে চলেছে নতুন অতিথি ৷ তবে এমএস বা সাক্ষী, দু’জনের কেউ এই মর্মে এখনও কোনও বিবৃতি দেননি ৷
নয়াদিল্লি : চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চতুর্থবার আইপিএল (IPL) জয়ী হওয়ার মধ্যেই গুঞ্জরিত নতুন সুখবর ৷ শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দ্বিতীয় বারের জন্য পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৷ সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে যে আগামী বছর ধোনির অর্ধাঙ্গিনী সাক্ষীর (Sakshi Dhoni) কোলে আসতে চলেছে নতুন অতিথি ৷ তবে এমএস বা সাক্ষী, দু’জনের কেউ এই মর্মে এখনও কোনও বিবৃতি দেননি ৷
তাতে অবশ্য সামাজিক মাধ্যমে চর্চা বন্ধ হয়নি ৷ একাধিক ট্যুইটার হ্যান্ডল থেকে এই মর্মে দাবি করা হয়েছে যে প্রিয়াঙ্কা রায়না নাকি নিশ্চিত করেছেন আগামী বছর সাক্ষী দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ চেন্নাই সুপার কিংস-এর ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা আইপিএল টুর্নামেন্ট দেখতে পাড়ি দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ সিএসকে-এর সব ম্যাচের দর্শকাসনে তাঁদের বর্ণময় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷
advertisement
আরও পড়ুন : অনুশীলনে ফিরলেন বেন স্টোকস, অ্যাশেজে খেলবেন ?
advertisement
Priyanka Raina confirms that Sakshi Dhoni is pregnant for the second time ❤️ So Ziva will have a sibling soon
Congrats in advance @msdhoni @SaakshiSRawat 🎉 — DHONI Trends™ 🏆 (@TrendsDhoni) October 15, 2021
advertisement
চেন্নাই সুপার কিংসের সব ম্যাচে নিয়মিত গ্যালারিতে হাজির ছিলেন সকন্যা সাক্ষী ৷ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে জেতার পর মাঠের মাঝখানে কন্যা জিভার সঙ্গে ধোনি ও সাক্ষীর অন্তরঙ্গ পারিবারিক ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে ৷
Priyanka Raina confirms that Sakshi Dhoni is pregnant for the second time ❤️ So Ziva will have a sibling soon
Congrats ✨ pic.twitter.com/MUzw7vsfMb — Joe Vignesh (@JoeVignesh5) October 16, 2021
advertisement
Priyanka Raina confirms that Sakshi Dhoni is pregnant for the second time ❤️ So Ziva will have a sibling soon
Congrats in advance @msdhoni @SaakshiSRawat 🎉 — Sathya Prabhas ᴿᵃᵈʰᵉˢʰʸᵃᵐ💞 (@SathyaDarlingF1) October 16, 2021
advertisement
সাক্ষীকে ২০১০ সালে বিয়ে করেন ধোনি ৷ মেয়ে জিভার জন্ম তার পাঁচ বছর পরে ৷ সে সময় ধোনি ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃ্ত্ব দিতে ৷ ফলে প্রথম সন্তানের জন্মের সময় তিনি স্ত্রী সাক্ষীর পাশে থাকতে পারেননি ৷ সামাজিক মাধ্যেম জিভা খুবই জনপ্রিয় ৷ মেয়ের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন সাক্ষী ৷ ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে ক্রিকেট গ্যালারিতে হাজির থাকে জিভা ৷ যদি সামাজিক মাধ্যমের গুঞ্জন সত্যি হয়, তাহলে আগামী বছর খেলার নতুন সঙ্গী পেতে চলেছে খুদে সাক্ষী ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 1:20 AM IST