Lionel Messi : জামনগরে পৌঁছলেন মেসি, আজ রাত কাটবে ভানতারায়, আতিথেয়তায় কোনও খামতি রাখবে না আম্বানি পরিবার

Last Updated:

Lionel Messi : ফুটবল আইকন লিওনেল মেসি, সুয়ারেজ, রোদ্রিগো ডি'পল এবং GOAT ইন্ডিয়া ট্যুরের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সোমবার জামনগরে পৌঁছন। সেখানে তাঁরা অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা ভানতারা প্রকল্প পরিদর্শন করেন।

News18
News18
জামনগর : ফুটবল আইকন লিওনেল মেসি, সুয়ারেজ, রোদ্রিগো ডি’পল এবং GOAT ইন্ডিয়া ট্যুরের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সোমবার জামনগরে পৌঁছন। সেখানে তাঁরা অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা ভানতারা প্রকল্প পরিদর্শন করেন।
কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইতে সফল কর্মসূচি সম্পন্ন করার পর ডিসেম্বরের ১৫ তারিখে লিওনেল মেসি রাজধানী দিল্লিতে পৌঁছন। দিল্লি পর্বের মধ্য দিয়েই তাঁর সফরের সমাপ্তি ঘটার কথা ছিল। তবে সেটা হল না।
মেসি এবং তাঁর ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে বনতারা-র প্রতিষ্ঠাতা অনন্ত আম্বানি আতিথ্য দেবেন।নভেম্বরের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জামনগরের বিস্তীর্ণ ওয়াইল্ডলাইফ রেসকিউ ও রিহ্যাবিলিটেশন উদ্যোগ পরিদর্শন করেছিলেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রটি পরিদর্শন করেছিলেন।
advertisement
advertisement
অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠের কর্মসূচি হিসেবে মিনার্ভা মেসি অল স্টারস এবং সেলিব্রিটি মেসি অল স্টারস দলের মধ্যে একটি তারকা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের পর লিওনেল মেসি দু’দলের খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে মতবিনিময় করেন।
এরপর তিনি লুইস সুয়ারেজ ও রোদ্রিগো দে পল-এর সঙ্গে তরুণ ফুটবলারদের সঙ্গে কয়েকটি পাস বিনিময় করেন, যা উদীয়মান প্রতিভাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন- ক্রিকেটভক্তদের জন্য সব থেকে বড় খবর, মেসি এবার টি২০ বিশ্বকাপে! বিরাট চমক
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে একটি অনুষ্ঠানের মাধ্যমে, সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর চেয়ারম্যান জয় শাহ, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি, এবং ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ভানতারা রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের পাশে অবস্থিত। এখানে এক লাখ বর্গফুট বিস্তৃত অঞ্চলে পশুদের জন্য অত্যাধুনিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র রয়েছে। এমআরআই ও সিটি স্ক্যান ইউনিট, আইসিইউ, এন্ডোস্কোপি স্যুট, ডায়ালাইসিস সুবিধা এবং ওআর১ প্রযুক্তি রয়েছে, যা লাইভ সার্জিক্যাল কনফারেন্সিং সমর্থন করে। ভারতের বিভিন্ন আহত, বিপদগ্রস্ত বা বিপন্ন প্রাণীদের চিকিৎসা ও সেবা করা হয় এখানে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : জামনগরে পৌঁছলেন মেসি, আজ রাত কাটবে ভানতারায়, আতিথেয়তায় কোনও খামতি রাখবে না আম্বানি পরিবার
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement