Lionel Messi : ক্রিকেটভক্তদের জন্য সব থেকে বড় খবর, মেসি এবার টি২০ বিশ্বকাপে! দিল্লিতে 'গোট' সফরের শেষ দিন ভরপুর চমক

Last Updated:

Lionel Messi : আজ গোট সফরের শেষ দিন। ভারতের চারটি শহরে থাকার কথা ছিল মেসির। আজ নয়াদিল্লিতে সফরের শেষ দিন। আর এই শেষ দিন মেসিকে ঘিরে উন্মাদনা যেন আরও বেড়ে গেল! সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল আর্জেন্টাইন তারকা মেসির হাতে।

News18
News18
নয়াদিল্লি : কলকাতা যা পারেনি সেটাই করে দেখিয়েছে হায়দরাবাদ, মুম্বই। মেসির ভারত সফর। কলকাতা ছাড়া আর কোথাও কোনও বিশৃঙ্খলা নেই। মেসির এই সফরে একমাত্র কলকাতাই থেকে গেল বঞ্চিত হয়ে। হাতের সামনে কিংবদন্তি। কিন্তু কলকাতার মেসি-ভক্তদের কপালে জুটল স্রেফ হতাশা, বঞ্চনা।
আজ গোট সফরের শেষ দিন। ভারতের চারটি শহরে থাকার কথা ছিল মেসির। আজ নয়াদিল্লিতে সফরের শেষ দিন। আর এই শেষ দিন মেসিকে ঘিরে উন্মাদনা যেন আরও বেড়ে গেল! সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল আর্জেন্টাইন তারকা মেসির হাতে। ভারত ও আমেরিকার ম্যাচের টিকিট আইসিসি চেয়ারম্যান জয় শাহ তুলে দিলেন মেসির হাতে।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা বাড়ানোর সুযোগ ছাড়লেন না জয় শাহ। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সূর্যকুমার যাদবের ভারত। একইসঙ্গে মেসি, ডি’ পল ও সুয়ারেজের হাতে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন জার্সি তুলে দেওয়া হল। অরুণ জেটলি স্টেডিয়ামে এর পর মেসি বলে গেলেন, ”সি ইউ সুন।” তা হলে কি আমেরিকায় টি-২০ বিশ্বকাপে এবার সত্যি হাজির থাকবেন মেসি!
advertisement
advertisement
আরও পড়ুন- টিকিট কত? দর্শক কত? শতদ্রু দত্তের সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব
এদিন মাঠে ঢুকেই মেসি সময় কাটান মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে। এর পর গ্যালারির দিকে কিক মেরে বল উপহার। কলকাতার বিশৃঙ্খলার স্মৃতি মাথায় রেখে দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। মেসির ভারতের চার শহরের সফর আজ শেষ। এদিন পিঙ্ক টি-শার্ট গায়ে মেসিকে দেখা গেল খোশমেজাজে। লিওর হাতে জয় শাহ তুলে দিলেন ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : ক্রিকেটভক্তদের জন্য সব থেকে বড় খবর, মেসি এবার টি২০ বিশ্বকাপে! দিল্লিতে 'গোট' সফরের শেষ দিন ভরপুর চমক
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement