Lionel Messi : ক্রিকেটভক্তদের জন্য সব থেকে বড় খবর, মেসি এবার টি২০ বিশ্বকাপে! দিল্লিতে 'গোট' সফরের শেষ দিন ভরপুর চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi : আজ গোট সফরের শেষ দিন। ভারতের চারটি শহরে থাকার কথা ছিল মেসির। আজ নয়াদিল্লিতে সফরের শেষ দিন। আর এই শেষ দিন মেসিকে ঘিরে উন্মাদনা যেন আরও বেড়ে গেল! সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল আর্জেন্টাইন তারকা মেসির হাতে।
নয়াদিল্লি : কলকাতা যা পারেনি সেটাই করে দেখিয়েছে হায়দরাবাদ, মুম্বই। মেসির ভারত সফর। কলকাতা ছাড়া আর কোথাও কোনও বিশৃঙ্খলা নেই। মেসির এই সফরে একমাত্র কলকাতাই থেকে গেল বঞ্চিত হয়ে। হাতের সামনে কিংবদন্তি। কিন্তু কলকাতার মেসি-ভক্তদের কপালে জুটল স্রেফ হতাশা, বঞ্চনা।
আজ গোট সফরের শেষ দিন। ভারতের চারটি শহরে থাকার কথা ছিল মেসির। আজ নয়াদিল্লিতে সফরের শেষ দিন। আর এই শেষ দিন মেসিকে ঘিরে উন্মাদনা যেন আরও বেড়ে গেল! সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল আর্জেন্টাইন তারকা মেসির হাতে। ভারত ও আমেরিকার ম্যাচের টিকিট আইসিসি চেয়ারম্যান জয় শাহ তুলে দিলেন মেসির হাতে।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা বাড়ানোর সুযোগ ছাড়লেন না জয় শাহ। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সূর্যকুমার যাদবের ভারত। একইসঙ্গে মেসি, ডি’ পল ও সুয়ারেজের হাতে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন জার্সি তুলে দেওয়া হল। অরুণ জেটলি স্টেডিয়ামে এর পর মেসি বলে গেলেন, ”সি ইউ সুন।” তা হলে কি আমেরিকায় টি-২০ বিশ্বকাপে এবার সত্যি হাজির থাকবেন মেসি!
advertisement
advertisement
আরও পড়ুন- টিকিট কত? দর্শক কত? শতদ্রু দত্তের সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব
এদিন মাঠে ঢুকেই মেসি সময় কাটান মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে। এর পর গ্যালারির দিকে কিক মেরে বল উপহার। কলকাতার বিশৃঙ্খলার স্মৃতি মাথায় রেখে দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। মেসির ভারতের চার শহরের সফর আজ শেষ। এদিন পিঙ্ক টি-শার্ট গায়ে মেসিকে দেখা গেল খোশমেজাজে। লিওর হাতে জয় শাহ তুলে দিলেন ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 6:02 PM IST










