টিকিট কত? দর্শক কত? শতদ্রু দত্তের সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার ৬৩২ টি টিকিট অনলাইনে বিক্রি হয়। কমপ্লিমেন্টারি টিকিট ও কর্পোরেট টিকিট কত বিক্রি হয়, কত সংখ্যক দর্শক এসেছিল, সেসব জানারও চেষ্টা চলছে।
কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার ঘটনায় আগেই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ মেসি ইভেন্টের দিন যুবভারতীতে টিকিট বিক্রি হয়েছে ৩৪ হাজার ৬৩২টি। টিকিট বিক্রির সংখ্যা এবার যেটা নিয়ে পুলিশ ধন্দ্বে ছিল সেই বিষয় পরিষ্কার হল এবার। শতদ্রু দত্তের সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব করতে চলেছে পুলিশ।
তাদের সঙ্গে কার এগ্রিমেন্ট হয়েছিল, কী ছিল সেই এগ্রিমেন্টে, কত জিনিস চাওয়া হয়েছিল, কী কী লাগবে এরকম একাধিক প্রশ্ন জানতে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার ৬৩২ টি টিকিট অনলাইনে বিক্রি হয়। কমপ্লিমেন্টারি টিকিট ও কর্পোরেট টিকিট কত বিক্রি হয়, কত সংখ্যক দর্শক এসেছিল, সেসব জানারও চেষ্টা চলছে।
advertisement
advertisement
স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে শুরু করল বিধাননগর পুলিশ কমিশনারেট৷ এ দিনই নাগেরবাজার এলাকা থেকে স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়৷ সব মিলিয়ে স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্ত আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ফলে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে৷ পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷
advertisement
গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ মেসিকে ঠিক মতো দেখা যায়নি, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক৷ গ্যালারিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ৷ চরম অব্যবস্থার মধ্যে মাঝপথেই অনুষ্ঠান থামিয়ে মাঠ ছাড়েন মেসি এবং তাঁর সতীর্থরা৷ এর পরেই ক্ষুব্ধ মেসি ভক্তদের একাংশ গ্যালারিতে তাণ্ডব চালায়৷ শুরু হয়ে চেয়ার ভাঙচুর৷ কার্পেট, ফুলের টবও লুঠ হয়৷ ছিঁড়ে দেওয়া হয় গোলপোস্টের জালও৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 5:03 PM IST







