আইপিএলে দাপাচ্ছে এক বাঙালি, প্রতিভা খুঁজে বের করেছিলেন সৌরভ! দাদার জহুরির চোখ

Last Updated:

Sourav Ganguly finds Abhishek Porel: ১০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর এমন ঝোড়ো ব্যাটিং এবারের আইপিএলের শুরুতেই সবার নজর কেড়ে নেয়। তাঁর দাদা ঈশান পোড়েল খেলেছেন আইপিএলে। তবে দাগ কাটতে পারেনি। অভিষেক কিন্তু শুরু থেকেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন।

নয়াদিল্লি: ৪-৬-৪-৪-৬। ১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৮ উইকেটে ১৪৯ রান। শেষ ওভারে বাংলার তরুণ ব্যাটার অভিষেক পোড়েল ঝড় তোলেন। ৫ বলে ২৪ রান। আইপিএলে পার্পল ক্যাপ জেতা হর্ষাল প্যাটেলকে ধুয়ে দেন তিনি। দিল্লির স্কোর দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অভিষেক। ১৯ ওভার শেষে ৪ বলে ৭ রান ছিল তাঁর। সেখান থেকে পরের ছয় বলে ২৫ রান করেন বাংলার এই প্রতিভাবান ব্যাটার-কিপার।
আরও পড়ুন- আইপিএল ফাইনাল এবার কোথায়? জানাজানি হয়ে গেল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয়
১০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর এমন ঝোড়ো ব্যাটিং এবারের আইপিএলের শুরুতেই সবার নজর কেড়ে নেয়। তাঁর দাদা ঈশান পোড়েল খেলেছেন আইপিএলে। তবে দাগ কাটতে পারেনি। অভিষেক কিন্তু শুরু থেকেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন।
advertisement
advertisement
মুরলী কার্তিক এদিন অভিষেক পোড়েলের কাছে জানতে চান, আক্রমণাত্মক ব্যাটিং করতেই কি পছন্দ করেন তিনি! অভিষেক উত্তরে বলেন, ‘৩ ওভার আগে জানতে পেরেছিলাম ব্যাটিং করতে নামতে হবে। অনুশীলনে এতদিন যা করেছি, সেটাই ম্যাচে করতে চেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল, যে কোনও পজিশনে ব্যাটিং করতে হতে পারে। তাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’
বাংলা দলের হয়ে খেলেন, এমন ক্রিকেটার রয়েছেন আইপিএলে। কিন্তু বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং অভিষেক পোড়েল। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তখন উইকেটকিপারের খোঁজে নেমেছিল দিল্লি ক্যাপিটালস।
advertisement
আরও পড়ুন- KKR: রাসেলের মাসেল পাওয়ারের রহস্য কী! কীভাবে অবলীলায় ছয় মারেন কেকেআর তারকা?
সেই সময় দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ছেলে অভিষেকের খেলা দেখে আপ্লুত হন। সেই সময় সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছিলেন অভিষেক। কলকাতায় দিল্লির ট্রায়ালে অভিষেককে ডেতে নেন সৌরভ। বড় শট খেলতে পারেন, মাথা ঠাণ্ডা। এমন ক্রিকেটারকে নিলামে দলে নেয় দিল্লি।
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে দাপাচ্ছে এক বাঙালি, প্রতিভা খুঁজে বের করেছিলেন সৌরভ! দাদার জহুরির চোখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement