আইপিএল ফাইনাল এবার কোথায়? জানাজানি হয়ে গেল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয়

Last Updated:

Ipl 2024 Final at chepauk: আইপিএল শুরু হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়ে দিয়েছেন, এবার আইপিএল ফাইনাল কোন মাঠে হবে। এবার কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হবে না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরসুম চলছে। সারা দেশে আইপিএল নিয়ে তুমিল উন্মাদনা।
লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের ২১টি ম্যাচের প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের ২১টি ম্যাচের প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছে।
এরই মধ্যে সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, এবার আইপিএল হবে ধোনিদের ঘরের মাঠে। এরই মধ্যে সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, এবার আইপিএল হবে ধোনিদের ঘরের মাঠে।
advertisement
advertisement
রকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে পিটিআই দাবি করছে, আইপিএল ফাইনাল এবার হবে চিপকে। রকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে পিটিআই দাবি করছে, আইপিএল ফাইনাল এবার হবে চিপকে।
এমএ চিদম্বরম স্টেডিয়াম বরাবর ধোনির দলের জন্য পয়া। আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। অনেকেই দাবি করছেন, এবারও ফাইনালে খেলবে সিএসকে। এমএ চিদম্বরম স্টেডিয়াম বরাবর ধোনির দলের জন্য পয়া। আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। অনেকেই দাবি করছেন, এবারও ফাইনালে খেলবে সিএসকে।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘আইপিএলের গভর্নিং কাউন্সিল গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম ভেন্যুতে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে এবারও চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠেই ফাইনাল।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘আইপিএলের গভর্নিং কাউন্সিল গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম ভেন্যুতে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে এবারও চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠেই ফাইনাল।’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল ফাইনাল এবার কোথায়? জানাজানি হয়ে গেল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয়
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement