IPL 2023 Final, CSK vs GT: কখন বৃষ্টি কমলে কত ওভারে হবে আইপিএল ফাইনাল, রইল পুরো নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ২০২৩ ফাইনালের দিন সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ম্যাচের টসের আগে বৃষ্টি নামে আহমেদাবাদে। যার কারণে টস করা পর্যন্ত সম্ভব হয়নি। বৃষ্টি থামলে কোন নিয়মে হবে ম্যাচ।
আহমেদাবাদ: রবিবার সকাল থেকে আইপিএল ফাইনাল ঘিরে যে উন্মাদনা ও উত্তেজনার পারদ চড়ছিল, তা পুরোপুরি ঠান্ডা করে দিল সন্ধ্যার পর থেকে আহমেদাবাদের বৃষ্টি। হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ছিল হালকা থেকে মাঝারি। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয় সন্ধ্যা সাতটার কিছু আগে থেকে। যা চলতেই থাকে ঘণ্টার পর ঘণ্টা। ম্যাচ তো পরের কথা টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
যদি রাত ৯.৩৫ মিনিটে খেলা শুরু করা যেত তাহলে ২০ ওভার করেই খেলা হত। আহমেদাবাদে বৃষ্টি মাঝে কমেওছিল। কিন্তু ফের বৃষ্টি নামায় ২০-২০ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আর নেই। ৯.৩৫-এর পর থেকে শুরু হবে ওভার কাটার প্রক্রিয়া। এরপর ৯.৪৫-এ যদি খেলা শুরু হলে ১৯ ওভার করে খেলা হত। সেই সম্ভাবনাও আর নেই। রাত ১০.৩০ মিনিটে খেলা শুরু হলে ১৫ ওভার করা সম্ভব হবে। তবে সম্ভাবনা কম।
advertisement
advertisement
এছাড়া রাত ১১ থেকে খেলা শুরু করা গেলে ১২ ওভার করে ম্যাচ করা হবে। অর্থাৎ ১৬ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.৩০ মিনিট থেকে খেলা শুরু হলে ম্যাচ হবে ৯ ওভার করে। আজ ম্যাচ আয়োজন করার শেষ সময় হচ্ছে রাত ১২.০৬। সেই সময় খেলা শুরু করা হেলে দুই দল ৫ ওভার করে খেলা করানো হবে। মোট ১০ ওভারের ম্যাচ হবে, ৩০ ওভার নষ্ট। আর এর পরও যদি ম্যাচ না শুরু করা যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে হবে পুরো আইপিএল ফাইনাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 10:40 PM IST








