IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালের আগেই অবসর ঘোষণা ধোনির সতীর্থের, ক্রিকেটকে বিদায় অম্বাতি রায়ডুর

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনাল খেলতে নামার আগেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডারের একদা স্তম্ভ অম্বাতি রায়ডু। এবারের আইপিএল ফাইনালকেই নিজের কেরিয়ারের সেষ ম্যাচ হিসেবে ঘোষণা করলেন সিএসকে তারকা।

আহমেদাবাদ: আইপিএল ফাইনাল খেলতে নামার আগেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডারের একদা স্তম্ভ অম্বাতি রায়ডু। এবারের আইপিএল ফাইনালকেই নিজের কেরিয়ারের সেষ ম্যাচ হিসেবে ঘোষণা করলেন সিএসকে তারকা। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ও নিজের আইপিএল কেরিয়ারের কিছু পরিসংখ্যান দিয়ে এবং এই ফাইনাল খেলেই অবসর নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেন করেন এমএস ধেনির সতীর্থ।
২০১৯ সালে কেরিয়ারের সেরা ফর্মে থাকা সত্ত্বেও ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অম্বাতি রায়ডু। বছর দুয়েক আগে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত বদল করেন রায়ডু। আইপিএল খেলা চালিয়ে গিয়েছেন ডান হাতি মিডল অর্ডার ব্যাটার। নিজের আইপিএল কেরিয়ারে দুটি দলের হয়ে খলেছেন রায়ডু। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ বার ও সিএসকের হয়ে ২ বার ট্রফি জিতেছেন তিনি।
advertisement
এদিন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অম্বাতি রায়ডু লিখেছেন, ‘দু’টি বড় টিম, মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে, দুটিই দারুণ দল। ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের (রবিবার) রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। আর পিছনে তাকাতে চাই না।’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, নিজের আইপিএব কেরিয়ারে ২০৩টি ম্যাচ খেলেছেন অম্বাতি রায়ডু। ২০১০ সালে আইপিএল অভিষেক হয় তাঁর। ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন। তারপর ২০১৮ থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। ২০১৮ আইপিএল মরসুম রায়ডুর কেরিয়ারে সেরা। সিএসকের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে করেছিলেন ১৬ ম্যাচে ৬০১ রান। ২০৩টি আইপিএলের ম্যাচে তিনি ৪৩২৯ রান করেছেন। ২২টি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে।
advertisement
এছাড়া ভারতের হয়ে৫৫টি এক দিনের ম্যাচে ১৬৯৪ রান করেছেন রায়ডু। তিনটি শতরান এবং ১০টি অর্ধশতরান রয়েছে। অবশেষে অম্বাতি রায়ডু নিজের ক্রিকেট কেরিয়ারের পুরো ইতি টানার সিদ্ধন্তাকে স্বাগত জানিয়েছে তাঁর দল। সতীর্থ থেকে পরিবার সকলেই রায়ডুকে আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালের আগেই অবসর ঘোষণা ধোনির সতীর্থের, ক্রিকেটকে বিদায় অম্বাতি রায়ডুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement