IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন ধোনির সিএসকে! কেন এমন ভবিষ্যদ্বাণী? জানলে চমকে যাবেন

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আহমেদাবাদ: কে হবে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন। এটাই এখন কোটি টাকার প্রশ্ন। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেবে কি হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। না পঞ্চমবার এমএস ধোনির চেন্নাই সুপার কিংস হবে সেরার সেরা। সত্যি চ্যাম্পিয়ন কে হবে তার উত্তর তো মিলে যাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামি কয়েক ঘণ্টার মধ্যে। কিন্তু আইপিএলের একটি পরিসংখ্যান কিন্তু ইঙ্গিত দিচ্ছে শেষ হাসি হাসবে চেন্নাই। সেই পরিসংখ্যান এতদিন মিলেছে, এবারও মেলে কিনা সেটাই দেখার।
আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন একটি দলেই যদি প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারী থাকে তাহলে সেই দলের হাতে ট্রফি ওঠে না। অর্থাৎ যে দল থেকে অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হয়, সেই দলকে রানার্স বা বিনা ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয়। আইপিএলের ইতিহাসে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে মোট তিনবার দেখা গিয়েছে এমন অদ্ভূত ঘটনা। ২০২৩ সালেও রয়েছে সেই সম্ভাবনা।
advertisement
advertisement
২০১৩ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিল সিএসকের মাইক হাসি জিতেছিলেন অরঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জিতেছিল চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো। যদিও ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার জিতেছিল অরেঞ্জ ও পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জেতে মুম্বই। ২০২২ সালে অর্থাৎ গত আইপিএলেও ঘটে একই ঘটনা। রানার্সআপ দল রাজস্থান থেকে জস বাটলার জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ ও যুজবেন্দ্র চাহল জিতেছিলেন পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।
advertisement
এবারও আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স। আর অরেঞ্জ ও পার্পল ক্যাপ জেতার সবথেকে বড় দাবিদার শুভমান গিল ও মহম্মদ শামি এবম রাশিদ খান ৩ জনই গুজরাতের। গিল ৮৫১ রান করে শীর্ষে, শামি ২৮ উইকেট, রাশিদ ২৭। ফলে গিলের অরেঞ্জ ক্যাপ পাওয়াটা একপ্রকার নিশ্চিৎ, পার্পল ক্যাপ পাবে তা নির্ধারন হবে আজ। তবে ইতিহাস যা বলছে, তা এবারও সত্যি হলে মন ভাঙতে পারে গুজরাতের। হার্দিকরা পরিসংখ্যান ও ইতিহাস বদলাতে পারে কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন ধোনির সিএসকে! কেন এমন ভবিষ্যদ্বাণী? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement