IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালের 'শত্রু' বৃষ্টি, আহমেদাবাদে পিছিয়ে গেল টস, খেলা না হলে জিতবে কে

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। বৃষ্টির কারণে দেরিতে টস।

আহমেদাবাদ: পূর্বাভাস ছিলই। হলও তাই। আইপিএল ২০২৩ ফাইনাল শুরুর আগেই মন ভাঙল ক্রিকেট ফ্যানেদের। সৌজন্যে বৃষ্টি। বৃষ্টির নামার কারণে নির্ধারিত সময়ে করা গেল না টস। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ারেও ঘটেছিল একই ঘটনা। ৩০ মিনিট দেরিতে শুরু হয়েছিল খেলা। ফাইনালেও বিকেল থেকেই স্টেডিয়াম ভরে গিয়েছিল দর্শকে। কিন্তু সাতটার কিছু সময় আগে বৃষ্টি নামে। যার কারণে পিছিয়ে গেল টস। পিছোল খেলা শুরুর সময়ও। বৃষ্টি কমলে পরে মাঠ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আম্পায়াররা।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী রবিবারও আহমেদাবাদে সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা ছিল। ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। রবিবার সকাল থেকে আহমেদাবাদের আকাশ মেঘের আনাগোনা ছিল। শুধু বৃষ্টি নয়, ৫০ কিমি বেহে ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছ স্থানীয় আবহাওয়া অফিস। ঘণ্টা দুয়েকের মত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আশার আলো এটাই খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও আহমেদাবাদের অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে তাতে কপালে দুঃখ রয়েছে সিএসকের। আইপিএলের নিয়ম অনুযায়ী এবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস- এর মধ্যে ম্যাচটি সম্পূর্ণ করতে অতিরিক্ত ১২০ মিনিট বা তার বেশি সময় পাওয়া যাবে। আইপিএল ২০২৩ ফাইনালের কাট অফ টাইম হবে ১১ টা বেজে ৫৬ মিনিট। অন্তত ৫ ওভারের জন্য প্রতি পক্ষের খেলা করানোর চেষ্টা করা হবে। ম্যাচ আটটায় শুরু হলে কাট অফ টাইম ১২.২৬ পর্যন্ত হবে। কিন্তু ম্যাচে যদি একটি বলও খেলার সুযোগ না থাকে, তা হলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালের 'শত্রু' বৃষ্টি, আহমেদাবাদে পিছিয়ে গেল টস, খেলা না হলে জিতবে কে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement