IPL 2023 Final, CSK vs GT: গুজরাতের বিরুদ্ধে ফাইনালে এমএস ধোনি একাই '২৫০'

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আহমেদাবাদ: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৩-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল। তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে কেরিয়ারের শেষ লগ্নে এসে এই ফাইনালে যে প্রধান তারকার নাম ধোনি তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বয়স বেড়েছে, পারফরম্যান্সের ধারও সেই আগের মত নেই, কিন্তু ক্রিকেটীয় বুদ্ধি ও উইকেটের পিছনে দাঁড়িয়ে শুধু অধিনায়কত্ব করে দলকে ম্যাচ জেতানোর ক্ষমতায় কোনও জং ধরেনি মাহির। এদিন ফাইনালে মাঠে নেমেই নয়া কীর্তি স্থাপন করবেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করবেন সিএসকে অধিনায়ক। শুধু মাত্র অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচের রেকর্ড আগেই করে ফেলেছেন ধোনি।
advertisement
advertisement
এছাড়াও ফাইনাল খেলতে নেমে একাধিক রেকর্ড গড়বেন ধোনি। এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। ২৮ মে আইপিএল কেরিয়ারের ১১তম ফাইনাল খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই রেকর্ডের কাছাকাছি আর কোনও ক্রিকেটার নেই। এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণে।
advertisement
রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি। তবে এই নিয়ে ১৬টি আইপিএলের মধ্যে ১১টিতেই খেলার রেকর্ড সত্যি অবিশ্বাস্য। রবিবার আরও একবার ধোনির হাতে ট্রফি দেখার অপেক্ষায় কোটি কোটি মাহি ফ্যানেরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: গুজরাতের বিরুদ্ধে ফাইনালে এমএস ধোনি একাই '২৫০'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement