ধোনি-র কাছে প্রকাশ্যেই যা চাইলেন সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি
Last Updated:
আট বছরের বিবাহিত সম্পর্ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী-র ৷ প্রেম যেন তাও কানায় কানায় উপচে পড়ছে ৷ আর হবে নাই বা কেন পারফরমিং স্বামীদের প্রতি স্ত্রীদের টানটা তো একটু বেশিই হয় ৷
#বেঙ্গালুরু: আট বছরের বিবাহিত সম্পর্ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী-র ৷ প্রেম যেন তাও কানায় কানায় উপচে পড়ছে ৷ আর হবে নাই বা কেন পারফরমিং স্বামীদের প্রতি স্ত্রীদের টানটা তো একটু বেশিই হয় ৷
মহেন্দ্র সিং ধোনি চিরকালই কুল কম্পোজড হলেও সাক্ষী চিরকালই একটু বেশিই শিশু সুলভ ৷ এমনিতেই এবারের আইপিএলটা ধোনির জন্য বেশি চ্যালেঞ্জিং ৷ সাক্ষীও সেটা খুব ভালোভাবেই জানেন ৷ এবার তাই আরও বেশি সাপোর্টিভ স্ত্রী সাক্ষী ৷ বুধবার বিরাটদের দলের বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠেন ধোনি ৷ আর সাক্ষীকে পায় কে ৷ তাই বিয়ের এতবছর পেরিয়ে যাওয়ার পরও স্বামীর থেকে চেয়ে ফেললেন সাক্ষী ৷
advertisement
advertisement
আরে আপনি কী ভাবছেন, আর কিছু নয় সাক্ষী স্বামীর থেকে সিক্স চাইছিলেন তিনি ৷ আর সাক্ষীর সেই ওয়ান মোর সিক্স চাওয়া এখন টুইটারে ভাইরাল ৷
advertisement
আসলে এদিন গ্যালারিতে ভারতের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন দুই স্ত্রী-ই ৷ ধোনির জন্য গলা ফাটাচ্ছিলেন সাক্ষী আর বিরাটের জন্য গলা ফাটাচ্ছিলেন অনুষ্কা ৷ কিন্তু ‘হার কর জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যায় ’শাহরুখের এই ডায়লগে খুব একটা মন রয়েছে অনুষ্কার মনে হল না ৷ বরং গ্যালারিতে ওয়াগসের লড়াইতে সাক্ষী ‘ জো জিতা ওহি সিকন্দর’ ঢঙে আনন্দে মেতে ওঠেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 1:06 PM IST