ফিনিশারের কাজটাই করতে পেরেছি: ধোনি
Last Updated:
সিএসকে সমর্থকদের হতাশ করেননি মাহি ৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২০৫/৮ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস: ২০৭/৫ (১৯.৪ ওভার)
২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় সিএসকের
advertisement
#বেঙ্গালুরু: আম্বাতি রায়াডু রান আউট হওয়ার পরে যখন রায়না (১১), বিলিংস (৯) এবং জাদেজা (৩) তিনজনেই তাড়াতাড়ি প্যাভিলিয়ানে ফিরলেন ৷ তখন সিএসকে-র পক্ষে ২০৬ রানের টার্গেট তাড়া করে জেতাটা কঠিনই দেখাচ্ছিল ৷ কিন্তু চেন্নাই সমর্থকরা তখনও পুরোপুরি হাল ছাড়েননি ৷ কারণ তখনও ব্যাট করা বাকি ছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷ সমর্থকদের হতাশ করেননি মাহি ৷ ৩৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে বিরাটদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন তিনি ৷
advertisement
ম্যাচ শেষে ধোনি বলেন, ‘‘ ম্যাচ জিতি বা হারি ৷ এক জন ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত ক্রিজে থাকা। সেই কাজটাই করেছি। এবির ইনিংস দেখেই মনে হয়েছিল আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছি। রায়াডু অসাধারণ একটা ইনিংস খেলে গেল। বড় মাঠে ওর কিছুটা সমস্যা হলেও, ছোট মাঠের জন্য ও আদর্শ ক্রিকেটার। দলে ওর উপস্থিতি তাই এতটা গুরুত্বপূর্ণ।’’
Location :
First Published :
April 26, 2018 11:58 AM IST