• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • IPL 2018 RAVICHANDRAN ASHWIN SAID HE WAS LOOKING FORWARD TO CAPTAINING KINGS XI PUNJAB IN THE UPCOMING IPL

আইপিএলে কিংস ইলেভেনের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে মুখিয়ে রয়েছেন অশ্বিন

Ravichandran Ashwin (2R) will lead Kings XI Punjab in the upcoming edition of the IPL. AFP

প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব দলের নতুন অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন ৷

 • Share this:

  #চণ্ডীগড়: ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে সেটা নন তিনি ৷ কিন্তু আইপিএলে এবছর গুরুদায়িত্ব পেয়েছেন  ৷ প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব দলের নতুন অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন ৷ এই নতুন চ্যালেঞ্জকে সামলাতে মুখিয়ে রয়েছেন ভারতীয় অফ-স্পিনার ৷

  আরও পড়ুন--সব কিছু ভুলে যেতে রাজী হাসিন, তার জন্য শামিকে কী শর্ত দিলেন তিনি ?

  দেশের এই মুহূর্তে সেরা স্পিনারদের তালিকায় অবশ্যই রবীচন্দ্রন অশ্বিনের নাম থাকবে ৷ আইপিএলে অশ্বিনের দল এতদিন প্রত্যেকে চেন্নাই সুপার কিংসকেই জানতেন ৷ গত দু’বছর সিএসকে-র নির্বাসনের জন্য রাইজিং পুণে সুপারজায়ান্টস দলে খেলেছিলেন তিনি ৷ কিন্তু এবছর শুধু দল বদলই হয়নি ৷ অধিনায়কত্বের গুরুদায়িত্বও এখন অশ্বিনের কাঁধে ৷ আইপিএলে ভাল পারফরম্যান্সের পাশাপাশি ভারতের এরপর ইংল্যান্ড সফরও মাথায় রয়েছে তামিলনাডুর স্পিনারের ৷ এর জন্য গতবছরের পর ফের এবছরও কাউন্টি ক্রিকেটে খেলবেন কী না তিনি, সেবিষয়টা এখনও কিছু ঠিক করেননি অশ্বিন ৷ কিংস ইলেভেনের অধিনায়ক এবিষয়ে জানান,  কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা অবশ্যই তাঁর আছে। তবে সেটা কতটা সম্ভব করে তোলা যাবে, সেটাই দেখার বিষয়।

  First published: