সব কিছু ভুলে যেতে রাজী হাসিন, তার জন্য শামিকে কী শর্ত দিলেন তিনি ?
Last Updated:
শামি এবং হাসিনের সম্পর্কে বরফ কি অবশেষে গলতে চলেছে ?
#কলকাতা: শামি এবং হাসিনের সম্পর্কে বরফ কি অবশেষে গলতে চলেছে ? পথ দুর্ঘটনায় আহত মহম্মদ শামিকে দেখতে মেয়ে বেবোকে নিয়েই রাজধানী দিল্লিতে উড়ে গিয়েছেন হাসিন ৷ দুর্ঘটনার পর থেকে দেহরাদুনেই ছিলেন শামি। কিন্তু সোমবার রাতে তিনি দিল্লি ফিরেছেন বলে শোনা যায়। হাসিনের কাছে এই খবর আসা মাত্রই তিনি আজ, মঙ্গলবার সকালে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন। প্রয়োজনে শামির গ্রামের বাড়ি মোরাদাবাদেও যাবেন হাসিন। এদিন যাওয়ার আগে বিমানবন্দরে হাসিন বলেন, শামিকে তিনি ক্ষমা করে দিতে পারেন। মেয়ে বেবোর জন্য সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। জখম শামির ছবি দেখে কেঁদে ফেলে বেবো। তারপরই হাসিন-শামির যোগাযোগ হয়। শামি-হাসিনের এসএমএসে এর মধ্যে কথাও হয়েছে।
পাশাপাশি হাসিন আরও জানান, যতই তিক্ততা থাকুক, শামি তাঁর স্বামী। পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবেই তিনি শামির কাছে যাচ্ছেন বলে জানান হাসিন ৷ তবে শামির সঙ্গে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে একটি শর্তও রেখেছেন হাসিন ৷ তিনি স্পষ্ট জানান, শামি যদি প্রকাশ্যে তাঁর কাছে এসে ক্ষমা চেয়ে নেন, তাহলে তাঁকে ক্ষমা করে দিতে রাজি তিনি। হাসিনের কথায়, ‘‘দোষ করে ক্ষমা চাইলে তো কেউ ছোট হয় না, বরং মানুষ হিসেবে আরও বড় হয়।’’
advertisement
advertisement
বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন হাসিন বলেন, ‘‘ দুর্ঘটনায় শামির চোট লেগেছে। মেয়েটাকে সামনে পেলে হয়তো ওঁর যন্ত্রণা কিছুটা কমবে। আমিও তো রক্তমাংসের মানুষ, আমারও অনুভূতি আছে। লড়াইয়ের জায়গায় লড়াই আছে। কিন্তু আমারই তো স্বামী, ওঁর চোট লাগায় আমার খারাপ লেগেছে। ওঁর কী অনুভূতি হচ্ছে সেটা বলতে পারব না ৷ কিন্তু দুর্ঘটনায় ওঁর চোট লেগেছে ৷ সেটা দেখে আমার খুব খারাপ লাগছে। ’’
view commentsLocation :
First Published :
March 27, 2018 2:01 PM IST

