হাসিনকে এবার টাকা পাঠানো বন্ধ করলেন শামি
Last Updated:
শামি-হাসিন বিতর্কে নয়া মোড়।
#কলকাতা: শামি-হাসিন বিতর্কে নয়া মোড়। এবার হাসিন জাহানকে টাকা পাঠানো বন্ধ করলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। আজ, মঙ্গলবার ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েন হাসিন।
শরৎ বোস রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্টস আছে শামির। বিদেশ যাওয়ার আগে হাসিনকে কয়েকটি চেকও দিয়ে যান। কিন্তু পরকীয়া বোমা ফাটানোর পর এবার ব্যাঙ্ককে স্টপ পেমেন্টের নির্দেশ দিয়েছেন শামি।
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাকি ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরে এলেও দুবাইয়ে কেন থেকে গিয়েছিলেন মহম্মদ শামি ? স্ত্রী হাসিন জাহানের চাঞ্চল্যকর অভিযোগের পর থেকে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে ৷ শামি ঠিক ক’দিন দুবাইয়ে ছিলেন, সেটা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছিল কলকাতা পুলিশ ৷ সেই তথ্য শেষপর্যন্ত পুলিশকে জানিয়েছে বিসিসিআই ৷ ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফর শেষে মোট দু’দিন দুবাইয়ে থেকে গিয়েছিলেন শামি ৷ বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
view commentsLocation :
First Published :
March 20, 2018 8:32 PM IST


