IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Last Updated:

India Vs Pakistan, Asia Cup 2025 Final: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৷

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত (Photo: AP)
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত (Photo: AP)
পাকিস্তান: ১৪৬
ভারত: ১৫০/৫ (১৯.৪ ওভার)
দুবাই: ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার, রুদ্ধশ্বাস লড়াই। শেষ ওভারে ভারতের জেতার জন্য দরকার ছিল ১০ রান ৷ শিবম দুবে ১৯তম ওভারে আউট হতে কিছুটা চাপ বেড়ে গিয়েছিল ৷ এরপর ব্যাট করতে নামেন রিঙ্কু সিং ৷ কিন্তু আজকের ম্যাচের একজনই সুপারস্টার ৷ তিনি তিলক ভার্মা ৷ শেষ ওভারে হ্যারিস রউফকে ৬ মেরে ভারতের জয় নিশ্চিত করে দেন তিলক ৷ এরপর ফিনিংশিং টাচটা দেন রিঙ্কু ৷ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। একটা টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার। রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৷ দুর্দান্ত একটা ফাইনালের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা ৷
advertisement
advertisement
এবারের এশিয়া কাপে নিজের প্রথম বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু সিং। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। জয়ের নায়ক তিলক ভার্মা। ৫৩ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
India’s Tilak Varma reacts after India won the Asia Cup cricket final against Pakistan at Dubai International Cricket Stadium, United Arab Emirates, Sunday, Sept. 28, 2025. (AP Photo/Altaf Qadri)
advertisement
এদিনের ম্যাচের নায়ক অবশ্যই তিলক ভার্মা ৷ ৪১ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিলক। তিনি যখন খেলতে নামেন তখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টানেন তিলক। প্রথম সঞ্জু স্যামসন এবং পরে শিবম দুবের সঙ্গে তিলকের পার্টনারশিপ ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৷ প্রশংসা তাই আরও দু’জনের অবশ্যই প্রাপ্য। সঞ্জু স্যামসন এবং শিবম দুবে। টপ অর্ডার যে ভাবে অকারণ তাড়াহুড়ো করে, এই দু’জনেই সেই রাস্তায় হাঁটেননি। শিক্ষা নিয়েছেন। ধৈর্য ধরেছেন। সঞ্জুর সঙ্গে ৫৭ রানের জুটি এবং শিবমের সঙ্গে ৬০ রানের জুটি ভারতকে জিততে সাহায্য করেছে। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন শিবম। এক ছক্কা মেরে জয় প্রায় সুনিশ্চিত করে ফেলার লক্ষ্যে ছিলেন তিনি। তবে ১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ধরা দিলেন শিবম। ভাঙে তিলক-শিবমের ৬০ রানের পার্টনারশিপও। ৩৩ রান করে আউট হন দুবে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করলেন রিঙ্কু। ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিলক ভার্মা।
advertisement
India’s Tilak Varma bats during the Asia Cup cricket final between India and Pakistan at Dubai International Cricket Stadium, United Arab Emirates, Sunday, Sept. 28, 2025. (AP Photo/Altaf Qadri)
advertisement
পাকিস্তানের হ্যারিস রউফ একটা ওভারে দেন ১৭ রান ৷ ওই এক ওভারেই খেলা অনেকটাই ঘুরে যায় ভারতের দিকে। তিলক ভার্মা ও শিবম দুবের জুটিতে ভারত জয় নিশ্চিত করে। এর আগে অবশ্য ভাল খেলছিলেন সঞ্জু ৷ কিন্তু আব্রার আহমেদের বলে বড় শট মারতে গিয়ে আউট হন সঞ্জু। তিনি করেন ২৪ রান। টপ অর্ডারের তিন ব্যাটার আউট হওয়ার পর জুটি বাঁধার চেষ্টা করেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। মন্থর উইকেট বড় শটের থেকে এদিন রানিং বিটউইন দ্য উইকেটসের দিকেই বেশি নজর দিয়েছিলেন তাঁরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement