৬৫ বছরের আমেরিকান মহিলাকে বিয়ে করলেন ৩৫ বছরের দিল্লির যুবক ! পরিবার জানতেই শুরু আসল ‘নাটক’

Last Updated:

Delhi Man, 35, Marries 65-Yr-Old US Woman: ৩৫ বছরের সুমিত সিং বিয়ে করেছেন ৬৫ বছরের এক আমেরিকান মহিলা জেনি স্লাটেনকে ! সম্পূর্ণ পরিবারের অমতেই ৷

৬৫ বছরের আমেরিকান মহিলাকে বিয়ে করলেন ৩৫ বছরের দিল্লির যুবক ! (Photo Source: Instagram)
৬৫ বছরের আমেরিকান মহিলাকে বিয়ে করলেন ৩৫ বছরের দিল্লির যুবক ! (Photo Source: Instagram)
নয়াদিল্লি: ভালবাসা যেখানে, সেখানে কোনও বাধাই বাধা হতে পারে না ৷ দেশ, সংস্কৃতি, বয়স, পরিবার সব কিছুকে পিছনে ফেলেই নিজের ভালবাসাকে পেতে ঝাঁপিয়ে পড়েন প্রেমিক-প্রেমিকারা ৷ এমনই একটি ঘটনা এবার দিল্লির এক যুবক করে দেখিয়েছেন, যাতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷ কারণ ৩৫ বছরের সুমিত সিং বিয়ে করেছেন ৬৫ বছরের এক আমেরিকান মহিলাকে ! সম্পূর্ণ পরিবারের অমতেই ৷
তাঁদের এই ভিন্ন ধরণের প্রেমের গল্প আন্তর্জাতিক টেলিভিশন রিয়েলিটি শো 90 Day Fiancé: The Other Way-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, আর আজও চলছে সেই নাটকীয় যাত্রা।
২০১২ সালে প্রথম পরিচয়। জেনি ক্যালিফোর্নিয়ায় থাকতেন। অনলাইনে আলাপ হয়েছিল এক “২৫ বছরের ব্রিটিশ যুবক”-এর সঙ্গে, যিনি আসলে ছিলেন দিল্লির সুমিত। সত্যিটা প্রকাশ্যে আসার পরও জেনি সম্পর্ক ভাঙেননি, বরং ভারত সফরে এসে সুমিতের সঙ্গে সরাসরি দেখা করেন ২০১৩ সালে।
advertisement
advertisement
তাঁদের মধ্যে বয়সের ফারাক ৩০ বছর, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও সরে আসেননি সুমিত। বিশেষ করে সুমিতের মা তাঁর ছেলের এই সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন। বছরের পর বছর ধরে জেনি স্লাটেনকে স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই চালাতে হয়। এক পর্যায়ে জানা যায়, সুমিতকে ইতিমধ্যেই এক প্রথাগত বিবাহে আবদ্ধ করা হয়েছিল। সেই স্ত্রীকে ডিভোর্স দিয়েই জেনিকে বিয়ে করেন বলে জানান সুমিত। দম্পতির এই বাস্তব জীবনের ‘নাটক’ এখন ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম আকর্ষণ। বর্তমানে 90 Day Fiancé-এর নতুন সিজনে দেখা যাবে, জেনি ও সুমিত সুমিতের বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকছেন।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by 90 Day Fiance (@90dayfiance)

advertisement
নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দম্পতি। ক্যাফে ব্যবসায় হাতেখড়ি দিতে চলেছেন তারা। পরিবারের আশীর্বাদ মিললেও, প্রথাগত ভারতীয় গৃহস্থ জীবনে মানিয়ে নিতে জেনির যথেষ্ট অসুবিধা হয়েছে। এক স্বাধীন আমেরিকানের জীবনের পর হঠাৎ ভারতীয় পরিবারের সংস্কৃতিতে খাপ খাওয়ানোটা তাঁর কাছে এক কঠিন চ্যালেঞ্জ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৬৫ বছরের আমেরিকান মহিলাকে বিয়ে করলেন ৩৫ বছরের দিল্লির যুবক ! পরিবার জানতেই শুরু আসল ‘নাটক’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement