ILatest ICC rankings: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?

Last Updated:

Team India in ICC Ranking: টেস্ট দলগুলির মধ্যে ২০২০-২১ মরসুম থেকে সিরিজগুলির ফলাফল বিবেচ্য হয়েছে। শুধু তাই নয়, মে মাস থেকে হওয়া সিরিজগুলিকে বিবেচনায় রাখা হয়েছে। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৪।

পতন ভারতের।
পতন ভারতের।
আইপিএলের মাঝেই এ দুঃসংবাদ। টেস্ট ক্রিকেটের সিংহাসন হাতছাড়া হল রোহিতদের। ভারতকে সরিয়ে শীর্ষ স্থানে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ দিনের ক্রিকেটে দীর্ঘ দিন পয়লা নম্বরে ছিল ভারত। কিন্তু সদ্য প্রকাশিত টেস্ট দলগুলির তালিকায় ভারতকে সরিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া, দুই নম্বরে নেমে গিয়েছে ভারত, তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড।
টেস্ট দলগুলির মধ্যে ২০২০-২১ মরসুম থেকে সিরিজগুলির ফলাফল বিবেচ্য হয়েছে। শুধু তাই নয়, মে মাস থেকে হওয়া সিরিজগুলিকে বিবেচনায় রাখা হয়েছে। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৪, দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২০, তিন নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৫। ইংল্যান্ডের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা।
advertisement
advertisement
টেস্টে সিংহাসন হারালেও এক দিনের এবং টি২০ ক্রিকেটে পয়লা নম্বরে রয়েছে ভারতই। এক দিনের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারালেও দু’নম্বরেই রইল অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়ার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের আগে শীর্ষেই রইল ভারত। এক ধাপ এগিয়ে দু’নম্বরে উঠ‍ে এসেছে অস্ট্রেলিয়া। অন্য দিকে এক ধাপ নেমে তিন নম্বরে এসেছে ইংল্যান্ড। পাশাপাশি দু’ধাপ উঠে চার নম্বরে দক্ষিণ আফ্রিকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ILatest ICC rankings: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement