Free train Jurney: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?

Last Updated:

Free train journey: ১৯৪৮ সালে স্টিম ইঞ্জিন নিয়ে যাতায়াত করা শুরু করে এই ট্রেন। ১৯৫৩ সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন নিয়ে যাতায়াত শুরু হয়। ৫টি স্টেশনের যাত্রাপথ মোট ১৩ কিলোমিটারের।

বিনা পয়সার ট্রেনযাত্রা।
বিনা পয়সার ট্রেনযাত্রা।
পঞ্জাব: দেশের যে কোনও জায়গাতেই বিনা টিকিটে ট্রেনে চড়া শাস্তিযোগ্য অপরাধ। ধরা পড়লে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে। কিন্তু দেশের এমন এক জায়গা আছে যেখানে বিনা টিকিটে ট্রেনে চড়তে পারেন যে কেউ। যত দিন ইচ্ছা, যখন ইচ্ছা ট্রেনে চড়লে দিতে হয়না কোনও টাকা। ভাকরা এবং নাঙ্গালের মধ্য দিয়ে যাতায়াত করে এই ট্রেন।
ভাকরা রেলওয়েতে একটি ট্রেন দিনে দু’বার যাতায়াত করে, ট্রেনে যাতায়াত করেন দিনে ১oo-র উপর যাত্রী। যাত্রাপথে পড়ে মোট ৫টি স্টেশন। নাঙ্গাল থেকে এক বার সকালে ৭টা বেজে ৫ মিনিটে এবং বিকেল ৩টে বেজে ৫ মিনিটে ছাড়ে ট্রেনটি। যাতায়াত করেন স্থানীয় গ্রামবাসীরা এবং স্কুল পড়ুয়ারা। ৭৬ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে এই ট্রেন।
advertisement
advertisement
১৯৪৮ সালে স্টিম ইঞ্জিন নিয়ে যাতায়াত করা শুরু করে এই ট্রেন। ১৯৫৩ সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন নিয়ে যাতায়াত শুরু হয়। ৫টি স্টেশনের যাত্রাপথ মোট ১৩ কিলোমিটারের। যাত্রীরা শিবালিক পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাতায়াত করেন। গত বছরেই ৭৫ বছর পেরিয়েছে এই ভাকরা রেলওয়ে।
বাংলা খবর/ খবর/দেশ/
Free train Jurney: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement