IND vs WI, Yuzvendra Chahal: রেকর্ড গড়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার ভেঙে ম্যাচ সেরা যুজবেন্দ্র চাহাল কী বললেন ?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IND vs WI Yuzvendra Chahal new record and man of the match in first ODI. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল
কিন্তু উইকেট পেয়েছিলেন বেশ কয়েকটা। অপেক্ষায় ছিলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য। আজ প্রথম একদিনের ম্যাচেই জ্বলে উঠলেন যুজবেন্দ্র চাহাল। চার উইকেট নিলেন। ভেঙে দিলেন ক্যারিবিয়ান ব্যাটিংয়ের মেরুদন্ড। গুগলি, ফ্লিপার, রং ওয়ান মিশিয়ে চাপে ফেলে দিলেন বিপক্ষকে। দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার হিসেবে পেলেন একদিনের ক্রিকেটে ১০০ উইকেট। সব মিলিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততার দিক থেকে ২৩ তম।
advertisement
advertisement
শীর্ষে রয়েছেন মহম্মদ শামি (৫৬ ম্যাচে)। ম্যাচের সেরা হয়ে চাহাল বললেন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর অন্তত তিনবার তিনি নিজের বোলিং এর ভিডিও দেখেছিলেন। বাভুমা, দুসেনদের বিরুদ্ধে কোথায় ভুল হয়েছিল আলোচনা করেছিলেন রোহিত শর্মার সঙ্গে। পরামর্শ নিয়েছিলেন বিরাট কোহলির। বুঝে যান এই ধরনের উইকেটে সফল হতে গেলে কোন জায়গায় এবং কোন গতিতে বল রাখতে হবে।
advertisement
বিশেষ করে পোলার্ডকে যে বলে বোল্ড করলেন, সেই গুগলি তাকে করতে বলেন বিরাট কোহলি। পোলার্ড পা বাড়িয়ে খেলতে গেলেন। বল গলে গিয়ে উইকেট নাড়িয়ে দিল। তবে এখানেই থেমে থাকতে চান না চাহাল। সিরিজের বাকি দুটো ম্যাচেও বল হাতে যত বেশি সম্ভব উইকেট নিতে চান। তিনি আত্মবিশ্বাসী মার খেলেও পার্টনারশিপ ভাঙতে পারবেন।
advertisement
প্রাক্তন অধিনায়ক বিরাটের মত রোহিত শর্মাও তাকে নিজের স্বাধীনতা মত ফিল্ডিং সাজাতে দিচ্ছেন। এটাই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। রেকর্ড নিয়ে খুব একটা ভাবিত নাম চাহাল। জানালেন দল না জিতলে রেকর্ডের মূল্য নেই। তাই একমাত্র লক্ষ্য বল হাতে উইকেট নিয়ে দলকে জেতানো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2022 10:29 PM IST